বৃক্ষ রোপনের মাধ্যমে “গ্রীন কালিহাতী” সংগঠনের আত্মপ্রকাশ
“সবুজেই বাঁচি, সবুজকে বাঁচাই” এ স্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় “গ্রীন কালিহাতী” নামক একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের পথচলা শুরু হলো।
বুধবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ সংগঠনের উদ্বোধন করেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন।
পরে পর্যায়ক্রমে উপজেলা সদরের সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কালিহাতী পৌর ভূমি অফিস চত্বরে বৃক্ষ রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার কাজি আশরাফ হুমায়ূন বাঙাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ মজিবর রহমান, আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের অধ্যাপক ইস্কান্দার মির্জা, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আফাজ উদ্দিন, নাগবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাকসুদুর রহমান সিদ্দিকী মিল্টন ও কালিহাতী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহবুব হোসেন সহ গণমাধ্যম কর্মীবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ।
“গ্রীন কালিহাতী”র প্রতিষ্ঠাতা উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন জানান, বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণের মাধ্যমে বৈশ্বিক তাপমাত্রা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখার অংশ হিসেবে কালিহাতী উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা “গ্রীন কালিহাতী” এর মূল উদ্দেশ্য। পাশাপাশি জনজীবনের জন্য আদর্শ আবাসস্থল নিশ্চিতকরণে কালিহাতীকে সবুজ, সুন্দর ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে “গ্রীন কালিহাতী” অন্যতম ভূমিকা পালন করবে। এছাড়া মাদকমুক্ত শিক্ষিত যুব সমাজ গঠনের মাধ্যমে দেশ ও জাতির সমৃদ্ধি অর্জনে নৈতিক ভূমিকা পালন করবে আমাদের এই “গ্রীন কালিহাতী”।
তিনি আরও জানান, বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ২০২৪ সালে কালিহাতী উপজেলায় দুই হাজার টি বিভিন্ন ধরনের ফলজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধনকারী কাঠ জাতীয় গাছ রোপন করা হবে।
এছাড়াও কালিহাতী উপজেলাকে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে এক হাজার জন স্বেচ্ছাসেবক নিয়ে একটি টিম গঠনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে জনসচেতনতা বৃদ্ধিকরণ, মাদকের বিরুদ্ধে সোচ্চার অবস্থান গ্রহণ, শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা সহ পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান বাস্তবায়ন করা হবে।
এম.কন্ঠ/ ০৫ জুন /এম.টি