পার্কবাজারের ব্যবসায়ীদের ভোটার হওয়ার বিজ্ঞপ্তি
মেজর জেনারেল মাহমুদুল হাসান চাঁদবাজার (পার্কবাজার) দোকান মালিক ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড নিবন্ধন নং-০৩৬৩ এর অধীনে উৎসবমুখর পরিবেশে পার্কবাজার ব্যবসায়ীদের ভোটার হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
টাঙ্গাইলের সর্ববৃহৎ পার্কবাজারে প্রতিষ্ঠাকালীন সময় হইতে অদ্যাবধি পর্যন্ত কোন নিবন্ধিত কমিটি ছিল না। সম্প্রতি কমিটির কাজকে আরও গতিশীল করার লক্ষে ১৯/১১/২০২৪ইং তারিখে জেলা সমবায় অফিস থেকে নিবন্ধন লাভ করে। সেই নিবন্ধনের মাধ্যমে ব্যবসায়ীদেরকে উৎসবমুখর পরিবেশে ভোটার তৈরীকরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। উক্ত ভোটার কার্যক্রমে অংশগ্রহণ করে অতিসত্তর ভোটার হওয়ার জন্য পার্কবাজারের সকল ব্যবসায়ীদের আন্তরিকভাবে অনুরোধ করা হলো।
অনুরোধক্রমে
মো. বাবলু মিয়া মো. আমির হামজা (রুবেল)
সভাপতি সাধারণ সম্পাদক
এম.কন্ঠ/১৬ ফেব্রুয়ারী /এম.টি