ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ২৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ
বাসাইলে ট্রাক্টর-অটোরিকশার সংঘর্ষে অটোচালক নিহত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে কোনভাবেই বিতর্কিত করা যাবেনা…টুকু প্রথম আলো বন্ধুসভা টাঙ্গাইল শাখার কমিটিতে জয় ঘোষ সভাপতি ও সম্পাদক লুপিন কালিহাতীতে ব্লাড ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপি শিক্ষার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে…সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইলে দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন কালিহাতীতে ট্রাকের চাপায় মাদ্রাসা শিক্ষক নিহত গুঁড়িয়ে দেয়া হল টাঙ্গাইল জেলা আ.লীগের কার্যালয় ও সভাপতির বাড়ী তারুন্যের উৎসবে টাঙ্গাইলে টি-১০, সিক্সার্স ও ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত সৌদি আরবে কালিহাতীর যুবক খুন

টাঙ্গাইলে শ্বশুড়বাড়ীতে নাটোরের ট্রাক চালক আলমকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১০:৩১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

টাঙ্গাইলের সখীপুরের কালিদাস বল্লাচালা এলাকায় আলম ফকির (৩০) নামে এক ট্রাক চালককে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুড়বাড়ীর সদস্যদের বিরুদ্ধে। ছেলে হত্যার বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরছে তার বাবা। আলম ফকির নাটোরের গুরুদাসপুর নওপাড়া এলাকার আকছেদ ফকিরের ছেলে।

এ ঘটনায় সখীপুর থানায় হত্যা মামলা না নেয়ায় আকছেদ ফকির বাদি হয়ে ১৩ জানুয়ারি টাঙ্গাইল সিনিয়র জুডিসিয়াল সখীপুর আমলী আদালতে মামলা দায়ের করেছেন। মামলায় কালিদাস বল্লাচালা এলাকার মৃত শাজাহান মিয়ার ছেলে মো. বাবুল মিয়া (৪৭), তার ছেলে মো. রাকিব (২১), আজাহার মিয়ার ছেলে মো. দুলাল মিয়া, মো. বাবুল মিয়ার মেয়ে লতিফা আক্তার ফাতেমা, দুলু মিয়ার ছেলে মো. শাহাদত মিয়া, মফিজ উদ্দিনের ছেলে মো. সিরাজ মিয়া, দুলাল মিয়ার মেয়ে লিপি আক্তার ও মৃত শাজাহান মিয়ার স্ত্রী রিজিয়া বেগমকে বিবাদী করা হয়েছে।

আকছেদ ফকির জানান, তিন মাস আগে বল্লাচালা এলাকার বাবুল মিয়ার মেয়ে লতিফা আক্তারের সাথে প্রেম করে তার ছেলে দ্বিতীয় বিয়ে করেন। বিষয়টি লতিফার মা মেনে নিলেও বাবুল প্রবাসে থাকায় মেনে নেয়নি। বাবুল মিয়া প্রবাস থেকে দেশে আসায় গত ৬ জানুয়ারি আলম তার স্ত্রী লতিফা আক্তার ফাতেমাকে নিয়ে শ^শুড়ীবাড়ী কালিদাস বল্লাচালা এলাকায় বেড়াতে যান। ৭ জানুয়ারি আলম নাটোর গ্রামের বাড়ি চলে যায়। ৮ জানুয়ারি আলম তার স্ত্রীকে স্বর্ণের অলংকার কিনে দেয়ার জন্য বাড়ি থেকে তিন লাখ টাকা নিয়ে শ^শুড়বাড়ী যান। ৯ জানুয়ারি আলমের মৃত্যুর সংবাদ পান তার বাবা আকশেদসহ পরিবারের সদস্যরা।

আকশেদ ফকির বলেন, আমার ছেলেও আগে বিয়ে করেছিলো, মেয়ে লতিফা আক্তারেও আগে বিয়ে হয়েছিলো। তিন মাস আগে তারা প্রেম করে বিয়ে করে। এটা আমার ছেলের শ^শুড় মেনে না নিয়ে কৌশলে ডেকে এনে তিনিসহ সন্ত্রাসী দিয়ে হত্যা করেছে। আমার ছেলের হাতেসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে আমি যাতে মামলা না করি সে জন্য বাবুল বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। এক পর্যায়ে ইউপি সদস্য গোলামী আল মামুনের মাধ্যমে এক লাখ টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন।

তিনি আরও বলেন, এ বিষয়ে থানায় মামলা করতে গেলে পুলিশ সাদা কাগজে টিপসই নেয়। পরে দেখি সেখানে অপমৃত্যু মামলা হয়েছে। আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমার একমাত্র ছেলে আলমকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই।
স্থানীয় ইউপি সদস্য গোলাপী আল মামুন বলেন, আমি শুধু পুলিশ লাশের বিষয়টি অবগত করেছি। তারপর আমি কিছু জানি না।
এ বিষয়ে আইনজীবী তোফায়েল আহমেদ বলেন, মামলাটি আদালতে দায়েরের পর বিচারক তদন্তের জন্য সখীপুর থানা পুলিশকে দায়িত্ব দিয়েছে।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, আলম কালিদাস বল্লাচালা এলাকায় বাবুলের মেয়ের সাথে বিয়ে ঠিক করতেছিলো। বিয়ে ঠিক না হওয়ায় আলম বাইরে গিয়ে কোন কিটনাশক খেয়ে আত্মহত্যা করেছে। তাই থানায় অপমৃত্যুর মামলা নেয়া হয়েছে। তার শরীরের কোথাও আঘাতে চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্টে হত্যা বিষয়ে আসলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এম.কন্ঠ/ ২৩ জানুয়ারী /এম.টি

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইলে শ্বশুড়বাড়ীতে নাটোরের ট্রাক চালক আলমকে হত্যার অভিযোগ

প্রকাশ: ১০:৩১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

টাঙ্গাইলের সখীপুরের কালিদাস বল্লাচালা এলাকায় আলম ফকির (৩০) নামে এক ট্রাক চালককে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুড়বাড়ীর সদস্যদের বিরুদ্ধে। ছেলে হত্যার বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরছে তার বাবা। আলম ফকির নাটোরের গুরুদাসপুর নওপাড়া এলাকার আকছেদ ফকিরের ছেলে।

এ ঘটনায় সখীপুর থানায় হত্যা মামলা না নেয়ায় আকছেদ ফকির বাদি হয়ে ১৩ জানুয়ারি টাঙ্গাইল সিনিয়র জুডিসিয়াল সখীপুর আমলী আদালতে মামলা দায়ের করেছেন। মামলায় কালিদাস বল্লাচালা এলাকার মৃত শাজাহান মিয়ার ছেলে মো. বাবুল মিয়া (৪৭), তার ছেলে মো. রাকিব (২১), আজাহার মিয়ার ছেলে মো. দুলাল মিয়া, মো. বাবুল মিয়ার মেয়ে লতিফা আক্তার ফাতেমা, দুলু মিয়ার ছেলে মো. শাহাদত মিয়া, মফিজ উদ্দিনের ছেলে মো. সিরাজ মিয়া, দুলাল মিয়ার মেয়ে লিপি আক্তার ও মৃত শাজাহান মিয়ার স্ত্রী রিজিয়া বেগমকে বিবাদী করা হয়েছে।

আকছেদ ফকির জানান, তিন মাস আগে বল্লাচালা এলাকার বাবুল মিয়ার মেয়ে লতিফা আক্তারের সাথে প্রেম করে তার ছেলে দ্বিতীয় বিয়ে করেন। বিষয়টি লতিফার মা মেনে নিলেও বাবুল প্রবাসে থাকায় মেনে নেয়নি। বাবুল মিয়া প্রবাস থেকে দেশে আসায় গত ৬ জানুয়ারি আলম তার স্ত্রী লতিফা আক্তার ফাতেমাকে নিয়ে শ^শুড়ীবাড়ী কালিদাস বল্লাচালা এলাকায় বেড়াতে যান। ৭ জানুয়ারি আলম নাটোর গ্রামের বাড়ি চলে যায়। ৮ জানুয়ারি আলম তার স্ত্রীকে স্বর্ণের অলংকার কিনে দেয়ার জন্য বাড়ি থেকে তিন লাখ টাকা নিয়ে শ^শুড়বাড়ী যান। ৯ জানুয়ারি আলমের মৃত্যুর সংবাদ পান তার বাবা আকশেদসহ পরিবারের সদস্যরা।

আকশেদ ফকির বলেন, আমার ছেলেও আগে বিয়ে করেছিলো, মেয়ে লতিফা আক্তারেও আগে বিয়ে হয়েছিলো। তিন মাস আগে তারা প্রেম করে বিয়ে করে। এটা আমার ছেলের শ^শুড় মেনে না নিয়ে কৌশলে ডেকে এনে তিনিসহ সন্ত্রাসী দিয়ে হত্যা করেছে। আমার ছেলের হাতেসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে আমি যাতে মামলা না করি সে জন্য বাবুল বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। এক পর্যায়ে ইউপি সদস্য গোলামী আল মামুনের মাধ্যমে এক লাখ টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন।

তিনি আরও বলেন, এ বিষয়ে থানায় মামলা করতে গেলে পুলিশ সাদা কাগজে টিপসই নেয়। পরে দেখি সেখানে অপমৃত্যু মামলা হয়েছে। আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমার একমাত্র ছেলে আলমকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই।
স্থানীয় ইউপি সদস্য গোলাপী আল মামুন বলেন, আমি শুধু পুলিশ লাশের বিষয়টি অবগত করেছি। তারপর আমি কিছু জানি না।
এ বিষয়ে আইনজীবী তোফায়েল আহমেদ বলেন, মামলাটি আদালতে দায়েরের পর বিচারক তদন্তের জন্য সখীপুর থানা পুলিশকে দায়িত্ব দিয়েছে।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, আলম কালিদাস বল্লাচালা এলাকায় বাবুলের মেয়ের সাথে বিয়ে ঠিক করতেছিলো। বিয়ে ঠিক না হওয়ায় আলম বাইরে গিয়ে কোন কিটনাশক খেয়ে আত্মহত্যা করেছে। তাই থানায় অপমৃত্যুর মামলা নেয়া হয়েছে। তার শরীরের কোথাও আঘাতে চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্টে হত্যা বিষয়ে আসলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এম.কন্ঠ/ ২৩ জানুয়ারী /এম.টি