কালিহাতী এলেঙ্গা পৌরসভা ৭, ৮, ৯ নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা
টাঙ্গাইলের কালিহাতী এলেঙ্গা পৌরসভার ৭,৮,৯ নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে এলেঙ্গা পৌরসভার পৌলী বাজার প্রাঙ্গনে এ কর্মী সভার আয়োজন করা হয়।
কর্মীসভায় এলেঙ্গা পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবজাল হোসেনের সভাপতিত্বে ও কালিহাতী উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল বারেকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন,ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। প্রধান বক্তা ছিলেন, কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা।
কর্মী সভায় বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা ও ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, এলেঙ্গা পৌর বিএনপির সভাপতি একাব্বর হোসেন ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মিন, এলেঙ্গা পৌর ছাত্রদলের সভাপতি সোহেল রানা, এলেঙ্গা পৌর ছাত্রদলের সাবেক সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, এলেঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনির হোসেন, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোকদম হোসেন, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শরীফ হোসেন,৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসমত আলী ঝিলিক ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিল্টন, এলেঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল বাতেন, এলেঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি নায়েব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান, এলেঙ্গা পৌর বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন ফকির ও সাংগঠনিক সম্পাদক জহিরুল হক প্রমুখ। এ ছাড়া উপজেলা বিভিন্ন ইউনিয়নে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এম.কন্ঠ/ ০৫ ডিসেম্বর /এম.টি