সর্বশেষ
টাঙ্গাইলে পোষা প্রাণীর যত্নের উপর বৈজ্ঞানিক সেমিনার
টাঙ্গাইলে জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে দিনব্যাপী পোষা প্রাণীর যত্নের উপর বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় রেস্টুরেন্ট এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান আলোচক ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক পরিচালক ডা: মো. শফিউল আহাদ সরদার। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেয় প্রাণিসম্পদ দপ্তরের জেলা ট্রেনিং অফিসার ডা: মো. শহীদুল আলম, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা: মো. নুরুল ইসলাম, জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি অফিসার ডা: রৌশনী আক্তার ও অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো. সোহেল রানা। সেমিনারে জেলার বিসিএস (প্রাণিসম্পদ) ক্যাডারের ৩৪জন কর্মকর্তা অংশ নেয়।
এম.কন্ঠ/ ০৫ নভেম্বর /এম.টি