টাঙ্গাইলে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা
“হাত দেখলে সাদাছড়ি, এগিয়ে এসে সহায়তা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসক সম্মেল কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক। আলোচনা সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সঞ্জয় কুমার মহন্ত, ডেপুটি সিভিল সার্জন আবু জাফর, প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবান্ধী বিষয়ক কর্মকর্তা মো. নূরুল ইসলাম, টাঙ্গাইল সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মো. রুহুল আমীন সিরাজী, বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মো. মোখলেছুর রহমান দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী মো. নুরনবী, মানুষের কল্যানের সভাপতি পারুল আক্তার প্রমুখ।
এসময় সরকারি ও ব্যসরকারি দপ্তরের অন্যান্য কর্মকর্তা এবং প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এম.কন্ঠ/ ১৫ অক্টোবর /এম.টি