টাঙ্গাইলের মাহমুদুল হাসান কলেজের সভাপতি হলেন অধ্যাপক নজরুল ইসলাম
টাঙ্গাইল শহরের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম।
গত ১৯ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার ছয় মাসের জন্য এই এডহক কমিটি গঠন করেন।
এই কমিটির বিদ্যোৎসাহী সদস্য মো. আজগর আলী। ছয় মাসের মধ্যে নিয়মিত গভর্নিংবডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে।
অত্যন্ত মেধাবী ড. মো. নজরুল ইসলাম তাঁর শিক্ষা জীবনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রীতে সকল বিভাগের মধ্যে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করে মহামান্য রাষ্ট্রপতির দুইটি গোল্ড ম্যাডেল অর্জন করেন। পরবর্তীতে ইউরোপিয়ান ইউনিয়নের স্কলারশীপ নিয়ে জার্মানী থেকে মাটার্স এবং একই স্কলারশীপ নিয়ে পোল্যান্ড ও রোমানিয়া থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। গবেষণার কাজে তিনি পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড গ্রাজুয়েট সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
এছাড়াও তিনি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক এবং ইউনিভারসিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব। তাঁর জন্মস্থান কুমিল্লার মেঘনা উপজেলা এবং শ্বশুর বাড়ি টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়া এলাকায়।
এম.কন্ঠ/ ২৬ সেপ্টেম্বর /এম.টি