ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার বাপ-দাদার স্বপ্নপূরণ, ডা. নাজমুল গরীব মানুষের সেবা করতে চান কালিহাতীর ঝিনাই নদীতে দুই নৌকা সংঘর্ষে নিহত এক ভূঞাপুরের গাবসারায় বাৎসরিক ওরশ শরিফ ঘাটাইলে পূজামন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক কালিহাতীতে অটোরিক্সাকে বাসের ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩ টাঙ্গাইলে শত কোটি টাকা নিয়ে পালিয়েছে আ’লীগ নেতা বড়মনি, সমিতির নির্বাচন চায় মালিকপক্ষ বাসাইলে সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্পেইন, ১২শ’ রোগী পেল ঔষধ ও চিকিৎসাসেবা দেলদুয়ারে মাদক সেবনে বাঁধা দেয়ায় স্কুলের নৈশ প্রহরীকে মারধর, ভাঙচুর টাঙ্গাইলে বাস মালিক সমিতির অবৈধ দখল, চাঁদাবাজি,পরিবহণ সেক্টরকে দলীয় করণের প্রতিবাদ

বাতিঘর আদর্শ পাঠাগারে ‘একটা দেশ যেভাবে দাঁড়ায়’ বই নিয়ে পাঠচক্র

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১০:১৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

‘শিক্ষা যদি একটি জাতির মেরুদণ্ড হয়, তাহলে শিক্ষাঙ্গনগুলো হলো সে মেরুদণ্ডের কশেরুকা। কশেরুকা দুর্বল হয়ে গেলে যেমন মানুষের মেরুদণ্ড দুর্বল হয়ে যায়, মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে না, তেমনি শিক্ষাঙ্গন দুর্বল হয়ে গেলে একটা জাতি শির উঁচু করে সোজা হয়ে দাঁড়াতে পারে না।

একটি দেশকে জাগাতে হলে শিক্ষাঙ্গনকে জাগাতে হয়। গবেষণাকে সংস্কৃতিতে রূপ দিতে হয়। একজন মানুষকে মূল্যায়ন করতে হয় শুধু কর্ম দিয়ে। যোগ্যকে উপযুক্ত স্থান দিতে হয়। অযোগ্যকে আগাছার মতো ধীরে ধীরে তুলে ফেলতে হয়। তারুণ্যের আগ্রহ ও নেশাকে রাষ্ট্রের সম্পদে রূপ দিতে হয়। মেধাকে লালন করতে হয়। মেধার তীব্র প্রতিযোগিতা প্রতিষ্ঠা করতে হয়।

সারা দুনিয়ার সাথে জ্ঞান—গবেষণার আদান—প্রদান থাকতে হয়। আর এই বিষয়গুলোই অণুপ্রবন্ধ আকারে রচিত হয়েছে ‘একটা দেশ যেভাবে দাঁড়ায়’ বইটিতে। বইটি পড়তে পড়তে পাঠকের সামনে একটি কালের দর্পণ ভেসে উঠবে। বৈশ্বিক প্রতিযোগিতার এই সময় একটি সমাজ ও সমাজের তারুণ্য কী করে সগৌরবে—সমহিমায় দাঁড়াবে, সেসব দিকনির্দেশনা ও রূপরেখা দৃশ্যমান হয়ে উঠবে সেই দর্পণে।”

বাতিঘর আদর্শ পাঠাগার আয়োজিত সাপ্তাহিক পাঠচক্রের আসরে এসব কথা বলেন পাঠাগারের সদস্য মনসুর হেলাল ও শাকিল আহমেদ। শুক্রবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে বাতিঘর আদর্শ পাঠাগারের পাঠকক্ষে এটি অনুষ্ঠিত হয়। নির্ধারিত বিষয় ছিল রাউফুল আলমের লেখা ‘একটা দেশ যেভাবে দাঁড়ায়’ বইটি।

বক্তারা আরো বলেন, সমাজে জ্ঞানচর্চার পরিবেশ তৈরি করতে হলে সেরকম সহনশীল সংস্কৃতি থাকতে হবে। আর এর জন্য প্রয়োজন সেই সংস্কৃতি অনুধাবনের বোধ। জ্ঞানভিত্তিক সংস্কৃতি একদিনে তৈরি হয় না। লেখক মনে করেন সেরকম সংস্কৃতি তৈরির জন্য সমাজে বহুদিন ধরে কয়েকটি বিষয়ের চর্চা থাকতে হয়। সেগুলো হল:রআন্ডারস্ট্যান্ডিং, ডিসকাশন, আরগুমেন্ট ও আইডিয়া।

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন বাতিঘর আদর্শ পাঠাগারের সদস্য অনিক হাসান, সুমন চৌধুরী, সাজ্জাদ হোসেন, রিপন মিয়াসহ অন্যান্য পাঠক ও সদস্যরা।

প্রসঙ্গত “এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি” স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে বিগত ২০১০ সালে গড়ে ওঠে বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি গ্রামের মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশন অণুপাঠাগার স্থাপনসহ শিক্ষামূলক কর্মকান্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

 

এম.কন্ঠ/ ১৪  সেপ্টেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন

বাতিঘর আদর্শ পাঠাগারে ‘একটা দেশ যেভাবে দাঁড়ায়’ বই নিয়ে পাঠচক্র

প্রকাশ: ১০:১৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

‘শিক্ষা যদি একটি জাতির মেরুদণ্ড হয়, তাহলে শিক্ষাঙ্গনগুলো হলো সে মেরুদণ্ডের কশেরুকা। কশেরুকা দুর্বল হয়ে গেলে যেমন মানুষের মেরুদণ্ড দুর্বল হয়ে যায়, মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে না, তেমনি শিক্ষাঙ্গন দুর্বল হয়ে গেলে একটা জাতি শির উঁচু করে সোজা হয়ে দাঁড়াতে পারে না।

একটি দেশকে জাগাতে হলে শিক্ষাঙ্গনকে জাগাতে হয়। গবেষণাকে সংস্কৃতিতে রূপ দিতে হয়। একজন মানুষকে মূল্যায়ন করতে হয় শুধু কর্ম দিয়ে। যোগ্যকে উপযুক্ত স্থান দিতে হয়। অযোগ্যকে আগাছার মতো ধীরে ধীরে তুলে ফেলতে হয়। তারুণ্যের আগ্রহ ও নেশাকে রাষ্ট্রের সম্পদে রূপ দিতে হয়। মেধাকে লালন করতে হয়। মেধার তীব্র প্রতিযোগিতা প্রতিষ্ঠা করতে হয়।

সারা দুনিয়ার সাথে জ্ঞান—গবেষণার আদান—প্রদান থাকতে হয়। আর এই বিষয়গুলোই অণুপ্রবন্ধ আকারে রচিত হয়েছে ‘একটা দেশ যেভাবে দাঁড়ায়’ বইটিতে। বইটি পড়তে পড়তে পাঠকের সামনে একটি কালের দর্পণ ভেসে উঠবে। বৈশ্বিক প্রতিযোগিতার এই সময় একটি সমাজ ও সমাজের তারুণ্য কী করে সগৌরবে—সমহিমায় দাঁড়াবে, সেসব দিকনির্দেশনা ও রূপরেখা দৃশ্যমান হয়ে উঠবে সেই দর্পণে।”

বাতিঘর আদর্শ পাঠাগার আয়োজিত সাপ্তাহিক পাঠচক্রের আসরে এসব কথা বলেন পাঠাগারের সদস্য মনসুর হেলাল ও শাকিল আহমেদ। শুক্রবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে বাতিঘর আদর্শ পাঠাগারের পাঠকক্ষে এটি অনুষ্ঠিত হয়। নির্ধারিত বিষয় ছিল রাউফুল আলমের লেখা ‘একটা দেশ যেভাবে দাঁড়ায়’ বইটি।

বক্তারা আরো বলেন, সমাজে জ্ঞানচর্চার পরিবেশ তৈরি করতে হলে সেরকম সহনশীল সংস্কৃতি থাকতে হবে। আর এর জন্য প্রয়োজন সেই সংস্কৃতি অনুধাবনের বোধ। জ্ঞানভিত্তিক সংস্কৃতি একদিনে তৈরি হয় না। লেখক মনে করেন সেরকম সংস্কৃতি তৈরির জন্য সমাজে বহুদিন ধরে কয়েকটি বিষয়ের চর্চা থাকতে হয়। সেগুলো হল:রআন্ডারস্ট্যান্ডিং, ডিসকাশন, আরগুমেন্ট ও আইডিয়া।

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন বাতিঘর আদর্শ পাঠাগারের সদস্য অনিক হাসান, সুমন চৌধুরী, সাজ্জাদ হোসেন, রিপন মিয়াসহ অন্যান্য পাঠক ও সদস্যরা।

প্রসঙ্গত “এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি” স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে বিগত ২০১০ সালে গড়ে ওঠে বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি গ্রামের মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশন অণুপাঠাগার স্থাপনসহ শিক্ষামূলক কর্মকান্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

 

এম.কন্ঠ/ ১৪  সেপ্টেম্বর /এম.টি