বানভাসি মানুষের পাশে দাড়াবে টাঙ্গাইলের “রাইজিং হোপ ফাউন্ডেশন”
“রাইজিং হোপ ফাউন্ডেশন” এর উদ্যোগে টাঙ্গাইলে বানভাসি মানুষের পুনর্বাসন ও সহযোগীতার জন্য কনসার্ট এর আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকায় টাঙ্গাইল শহরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কনসার্ট অনুষ্ঠিত হবে।
“রাইজিং হোপ ফাউন্ডেশন” এর সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ পার্শ্ববর্তী অঞ্চলে অনাকাক্ষিত বন্যায় প্লাবিত হওয়ায় অন্তত ৪৫ লক্ষ মানুষ পানিবন্দি হয়ে পরেছে। এতে আবাসন, কর্মসংস্থান ও অবকাঠামোগত বিপর্যয় এর সম্মুখীন হয়েছে। বানভাসিদের পাশে “রাইজিং হোপ ফাউন্ডেশন”। টাঙ্গাইল বাসিদের পাশে দাড়ানোর জন্য অনুরোধ করা হল। বানভাসি মানুষের সহযোগীতা ও পুনর্বাসনের জন্য আমরা পাশে থাকবো।
অনুষ্ঠানে টাঙ্গাইলের শীর্ষ ব্যান্ড মিউজিক দলগুলো ১. ফিনিক্স, ২. আত্মকথা, ৩. অল্টারকেশন, ৪. ফ্রিকুয়েন্সি ও সামাজিক সংঘটন শিকড়, কেয়ার ক্লাব সার্বিক সহযোগিতায় এগিয়ে আসবে।
রাইজিং হোপ ফাউন্ডেশনের সভাপতি সাদেকুর রহমান সিফাত, সাধারণ সম্পাদক মো. ইরফান ইসরাত অর্নব, সহ-সভাপতি ফারিয়া আনোয়ার আলফি, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, কোষাধ্যক্ষ তালহা যোবায়ের নাবিল। অনুষ্ঠানটি মিডিয়া পার্টনার রয়েছে যমুনা টিভি ও দৈনিক মজলুমের কন্ঠ।
এম.কন্ঠ/ ০৮ সেপ্টেম্বর /এম.টি