দেলদুয়ারে ইউপি চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ফাজিলহাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শওকত আলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বুধবার সকাল ১১টায় দেলদুয়ার উপজেলার ফাজিলহাটী ইউনিয়ন পরিষদের সামনে সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের নেতৃত্বে এলাকার জনসাধারণ তার বিরুদ্ধে দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে পদত্যাগের দাবী করেছেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ফাজিল হাটী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার আজিজুল হক ছাড়াও বক্তব্য রাখেন নুরুল ইসলাম, মাসুদুর রহমান, শফিকুল ইসলাম, সেন্টু মিয়া, লুৎফর রহমান, রফিক মিয়া, জাফর মিয়া, শাহিন মিয়া, মাসুদ মিয়া, আবুল কালাম প্রমুখ।
মানববন্ধনে সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বক্তব্যে বলেন, বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে বিগত সরকারের পতন হয়েছে। এখন বিগত সরকারের অবৈধ নির্বাচনে অংশগ্রহন করে যারা এই ইউনিয়ন পরিষদকে কুষলিত করছে তাদের দ্রুত পদত্যাগ দাবী করছি”।
ফাজিলহাটী ইউনিয়নের জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার আজিজুল হক বলেন, অবৈধ সরকারের আমলে অবৈধ নির্বাচনে শওকত আলী জাল ভোটে পাশ করে ইউনিয়নের নামে অনেক পজেক্ট এনে কাজ না করেই টাকা উত্তোলন করেছে। বিজিবি, বিধবা কার্ড,মাতৃত্ব ভাতাসহ বিভিন্ন খাতে থেকে শওকত চেয়ারম্যান অবৈধ পন্থায় টাকা উত্তোলন করেছেন জনসাধারণের ক্ষতি করেছে। আমরা তার পদত্যাগ চাই।
শফিকুল ইসলাম বলেন, ৫ আগষ্ট ছাত্রজনতার আন্দোলনের ফলে খুনি হাছিনার দেশ ত্যাগে এদেশে নতুন বাংলাদেশ ফিরে এসেছে। কিন্তু তার অন্যায় কাজের দোসর শওকত আলী এখনও ইউনিয়ন পরিষদের পবিত্র স্থানে রয়ে গেছে। জাল ভোটে পাশ করা শওকত চেয়ারম্যান দ্রুত পদত্যাগ দাবী করছি।”
এছাড়া মিছিল ও মানবন্ধনে অংশগ্রহনকারী জনসাধারণের বক্তব্য থেকে জানা গেছে “চেয়ারম্যান মোঃ শওকত আলী আওয়ামী লীগ সরকারের আমলে জাল ভোটে পাশ করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিভিন্ন খাতে দুর্নীতি করেছেন।”
এসময় মানবন্ধনে তিনশতাধিক জনসাধারণ ও বিভিন্ন রাজনীতিক নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
এম.কন্ঠ/ ০৪ সেপ্টেম্বর /এম.টি