টাঙ্গাইলে উদ্ভুত সংকট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা
টাঙ্গাইলে উদ্ভুত সংকট নিরসনে ইমাম, আলেম-ওলামা, মাশায়েখ ও ধর্মীয় প্রতিষ্ঠান সংগঠনের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা মডেল মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান-বিন-মুহাম্মাদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের আমীর আহসান হাবীব মাসুম, জেলা ইমাম ও মোয়াজ্জেম পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা শামসুজ্জামান, হেফাজতে ইসলাম সদস্য সচিব মুফতি আব্দুর রহমান, কওমী ওলামা পরিষদের সাংগঠকি সম্পাদক মুফতি ইলিয়াস হাকিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলার সভাপতি আকরাম হোসেন প্রমুখ।
এ সময় ইসলামি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এম.কন্ঠ/ ১১ অগাস্ট /এম.টি