টাঙ্গাইলে কাবিলাপাড়ায় কীর্তন উৎসবের সমাপনী
টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়নে কাবিলাপাড়ায় শ্রী শ্রী রাধাগবিন্দ আশ্রম প্রাঙ্গনে ২৪প্রহরব্যাপী তারকব্রক্ষ হরিনাম সংকীর্তণ ও অষ্টকালিন লীলা কীর্তন উৎসব সোমবার লীলা কীর্তন পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয়েছে। মঙ্গলবার প্রসাদ বিতরণ করা হবে। সোমবার লীলা কীর্তন উৎসব অনুষ্ঠিত হয়।
শেষ দিনে উৎসব প্রাঙ্গনে হাজারো নারী-পুরুষের ঢল নামে। এ উপলক্ষে বিভিন্ন সামগ্রীর মেলা বসেছে। এখানে কিশর-কিশোরিসহ শিশুরা পছন্দের বিভিন্ন সামগ্রী কিনেন। লীলা কীর্তন পরিবেশন করেন সাতক্ষীরার কুমারী আশা লতা মন্ডল, নওগা পত্নীতলার কুমারী দিপীকা মহন্ত ও ঢাকার সাভারের হিমাংশু সিকদার।
কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. রতন চন্দ্র সাহা, সহ-সাধারণ সম্পাদক লিংকন কর্মকার জানান, প্রতিবছরের মত এবারো হাজারও নারী-পুরুষ উপস্থিত হওয়ায় কীর্তন উৎসব প্রাঙ্গন হয়ে উঠে মুখরিত।
পোড়াবাড়ী ইউনিয়ন জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির রাধা গোবিন্দের দীন ভক্তবৃন্দরা জানান, জনগনের সার্বিক সহযোগিতায় এ উৎসব প্রতিবছরি শান্তিপূর্ণ ভাবে পালিত হয়ে আসছে। এখানে জেলার বিভিন্ন অঞ্চল থেকে ভক্তবৃন্দরা অংশ নেয়।
এম.কন্ঠ/১২ মার্চ/এম.টি