টাঙ্গাইলে অটিস্টিক ও অটিজম শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
টাঙ্গাইলে দিনব্যাপী অটিস্টিক ও অটিজম শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ আর্থিক সালের আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সদর উপজেলার অটিস্টিক ও অটিজম শিশুদের দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষানবিশ) লাবিবুজ্জামান মুস্তাবীন, টাঙ্গাইল হাই কেয়ার বধির স্কুলের প্রধান শিক্ষক ইসরাত জাহান, মমতাজ বেগম, টাঙ্গাইল বৃদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা আক্তার।
জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অটিস্টিক ও অটিজম শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সেলিনা হাসনা বানু।
অটিস্টিক ও অটিজম শিশুদের বিভিন্ন ইভেন্টের দৌড় ও ঝুড়িতে বল নিক্ষেপ প্রতিযোগিতায় প্রায় ৭০ জন প্রতিযোগী ও প্রতিযোগিনী অংশগ্রহন করে।
এম.কন্ঠ/ ১৪ অক্টোবর /এম. টি