ঘাটাইলে বজ্রপাতে ৬ দোকান পুড়ে ছাই
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দিগড় ইউনিয়নের আমিনবাজারে বজ্রপাতের পর ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে গেছে।
রবিবার রাতে (৫ অক্টোবর) উপজেলার দিগড় ইউনিয়নের ফুলবাড়ী এলাকায় অবস্থিত আমিনবাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তা এবং ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক হস্তক্ষপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
দোকান মালিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাতে ঝরবৃষ্টির সময় হঠাৎ করেই বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে আমিনবাজারের একটি জোট মিলসহ ৬ টি দোকান আগুন লেগে যায়। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৬টি দোকান পুড়ে ব্যবসায়ীদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিকরা। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
অপরদিকে গতকাল বিকালে ঝরবৃষ্টির সময় উপজেলার জামুরিয়া ইউনিয়নের ফুলহারা গলগন্ডা বিলে ভয়াবহ টর্নেডোর তান্ডবে ফসলের কিছু ক্ষতি হয়েছে।
এম.কন্ঠ/ ০৬ অক্টোবর /এম. টি