ঘাটাইলে লাল মাটি কাটার অপরাধে দুইজনকে ২লাখ টাকা অর্থদন্ড
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় লাল মাটি কাটার অপরাধে দশ চাকার দুটি ট্রাক আটক করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার(ভূ’মি) সাবরিন আক্তার।
বৃহস্পতিবার দুপুরে ট্রাক দুটি আটক করেন। এ সময় লালমাটি কাটার অপরাধে তুহিন ও মাসুদ রানা কে দুই লক্ষ টাকা অর্থ দন্ড করা হয় ।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাবরিন আক্তার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘাটাইলের পাহাড়ি এলাকা থেকে লাল মাটি কেটে উপজেলার জামুরিয়া ইউনিয়নের গুনগ্রাম একটি হোটেলে চালক খেতে বসলে স্থানীয় লোকজন উপজেলা প্রশাসনকে খবর দেন। সঙ্গে সঙ্গে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাবরিন আক্তার, ঘাটাইল থানা ইন্সপেক্টর তদন্ত সজল খান, উপপরিদর্শক রাজু আহমেদ তাদের ফোর্স নিয়ে ঘটনা স্থলে গিয়ে ট্রাক দুটো আটক করে উপজেলা পরিষদের ভিতরে এনে অর্থদন্ড প্রদান করেন।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভৃমি) সাবরিন আক্তার জানান, লাল মাটি কাটা আইনত দন্ডনীয় অপরাধ। আমাদের অভিযান সর্বদাই অব্যাহত থাকবে।
এম.কন্ঠ/ ২৪ জানুয়ারী /এম.টি