টাঙ্গাইলে শীতার্তদের মাঝে বিএনপির প্রচার সম্পাদক টুকুর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ
বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতায় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে টাঙ্গাইলে শীতার্ত হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার দুপুরে দিঘুলীয়া হাই স্কুল মাঠে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এ কম্বল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ, জেলা যুবদলের আহবায়ক রাশেদুল আলম , যুগ্ন আহবায়ক সৈয়দ হাবিবুল আলম শাথিল, জেলা ছাত্রদলের সাবেক সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক ও সরকারি এমএম আলী কলেজের সাবেক ভিপি নুরুল ইসলাম, মহিলা দলের সাবেক সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম , জেলা জাসসের সম্পাদক মাহবুবুর রহমান সুমন, থানা যুবদলের আহবায়ক খন্দকার কবিরুল ইসলাম, শহর যুবদলের সদস্য সচিব মাজেদুর রহমান ও জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শাকিলুর রহমান শাওন। এছাড়াও সাকরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় ৫ শতাধিক কম্বল বিতরণ করা হয়।
এম.কন্ঠ/ ২২ জানুয়ারী /এম.টি