টাঙ্গাইলে আইডিইবি’র ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
টাঙ্গাইলে গণপ্রকৌশল দিবসে আইডিইবি’র ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়েছে। সোমবার সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স টাঙ্গাইল জেলা কর্তৃক আইডিইবি’র ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণকৌশল দিবস উপলক্ষ্যে শুরুতে টাঙ্গাইল আইডিইবি ভবন হতে বর্ণাঢ্য র্যালি বের হয়।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রধান অতিথি হিসেবে র্যালি উদ্বোধনের পর আইডিইবি ভবনের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়াস টাঙ্গাইল জেলা শাখার সভাপতি কাজী জাকেরুল মওলা সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মীর মহাম্মদ হোসেন চুন্নু, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, এস এম আব্দুল মান্নান তালুকদার,যুগ্ম সম্পাদক এ এইচ এম জাহাঙ্গীর আলম খান, সাংগঠনিক সম্পাদক মো. শাহাদত হোসেন, প্রচার সম্পাদক মীর মহসিন আকাশ প্রমুখ।
এলজিইডি, সড়ক ও জনপথ, গণপূর্ত বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, টাঙ্গাইল পৌরসভা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগসহ সকল প্রকৌশল বিভাগের ছাত্রছাত্রী র্যালিতে অংশগ্রহন করে।
এম.কন্ঠ/ ১১ নভেম্বর /এম.টি