সর্বশেষ
টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ড্যাবের র্যালি
টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র্যালি ও আলোচনা সভা করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলা শাখা।
বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলা শাখার আহ্বায়ক ডা. মো. আব্দুল মতিন, সদস্য সচিব ডা. মো. আবু হানিফ, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুস, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদিকুর রহমানসহ ক্লিনিক মালিক সমিতি এবং নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
পরে হাসপাতালের সভা কক্ষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এম.কন্ঠ/ ০৭ নভেম্বর /এম.টি