সর্বশেষ
রাত পোহালে অনুষ্ঠিত হবে বিন্দুবাসিনী বালক স্কুলে কাবাডি ও দাবা প্রতিযোগিতা
সোমবার সকাল ৯টায় টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী কাবাডি ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ বর্ষে জেলা ক্রীড়া অফিস আয়োজিত কাবাডি ও দাবা খেলায় শহরের ১০টি বিদ্যালয়সহ অন্যান্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই খেলাগুলিতে অংশগ্রহন করবে।
বিভিন্ন বিদ্যালয়ের উপস্থিতির উপর ভিত্তি করে লটারি করে নকআউট পদ্ধতি খেলাগুলো পরিচালিত হবে। খেলার উদ্বোধন ও পুরষ্কার বিতরনীর সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা।
বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কানিজ সালমার সভাপতিত্বে খেলাগুলো আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে থাকবেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আফাজ উদ্দিন।
এম.কন্ঠ/ ২৯ সেপ্টেম্বর /এম.টি