সর্বশেষ
টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পটভূমিতে ‘বিজয় উল্লাস’ নাটক
টাঙ্গাইলে জুলাই ৩৬ প্রজন্মের মহাবিজয়ের সুবর্ণ দিবস উপলক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পটভূমিতে রচয়িত ‘বিজয় উল্লাস’ নাটক মঞ্চায়িত হয়েছে।
বুধবার রাতে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানের মুক্ত মঞ্চে টাঙ্গাইল কালচারাল রিফারমেশন ফোরামের উদ্যোগে এ নাটক মঞ্চায়িত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া ছাত্রনেতা আবু আহমেদ শেরশাহ’র নেতৃত্বে শিক্ষার্থীরা নাটকটিতে অভিনয় করেন। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধান করেন সাংস্কৃকিত ব্যক্তিত্ব গোলাম আম্ববিয়া নূরী।
প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি উপেক্ষা করেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ অংশ নেয়। ছাত্র জনতা উপস্থিতিতে পৌরউদ্যান কানায় কানায় ভরে যায়।
এম.কন্ঠ/ ২৬ সেপ্টেম্বর /এম.টি