কালিহাতীতে ৭০ বছরের বৃদ্ধার রহস্যজনক মৃত্যু
টাঙ্গাইলের কালিহাতীতে বাড়ির পাশে নিজ পুকুরে জমেলা খাতুন (৭০) বছর বয়সী এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জমেলা খাতুন উপজেলা বীরবাসিন্দা গ্রামের মৃত আব্দুল বাছেদের স্ত্রী।
বুধবার উপজেলার বীরবাসিন্দা গ্রামে জমেলা খাতুনের লাশ বাড়ির পাশে নিজ পুকুরে পড়ে থাকতে দেখে পুলিশে খরব দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দুপুর ২ টার দিকে ঘটনাস্থল থেকে জমেলা খাতুনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় ও নিহতের মেয়ে সালমা আক্তার জানান, তার মা দীর্ঘদিন যাবত একাই বাড়িতে একটি ঘরে বসবাস করতেন। পরিকল্পিতভাবে কেউ শরীরের স্বর্ণালংকার নিয়ে হত্যা করেছে বলে জানিয়েছেন। তবে রহস্যজনক এ মৃত্যুর ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কালিহাতী থানার ওসি আবুল কালাম ভুঁইয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে পড়েও মরতে পারে অথবা কেউ মেরে পানিতে ফেলে দিতে পারে। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন হবে। সকল বিষয় সামনে রেখে পুলিশ তদন্ত শুরু করেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এম.কন্ঠ/ ১৮ সেপ্টেম্বর /এম.টি