টাঙ্গাইলে রোটারি-রোটারেক্ট ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি পালন
রোটারি-রোটারেক্ট ক্লাব ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিবেশ বান্ধব বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন।
বুধবার বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব টাঙ্গাইল এর সেক্রেটারী রোটারিয়ান মোহাম্মদ সাব্বির হোসেন পল, আরসিসি রোটারিয়ান মেজবাহ উদ্দিন, রোটারি ক্লাব অব টাঙ্গাইল প্রেসিডেন্ট ইলেক্ট (২০২৫-২৬) শামসুল আলম শিবলী। কর্মসূচিটি সঞ্চালনা করেন রোটারেন্ট ক্লাব অব মাওলানা ভাসানী টাঙ্গাইলের প্রেসিডেন্ট পলাশ হোসেন।
এই বৃক্ষরোপণ কর্মসূচিতে পুরো ক্যাম্পাসজুড়ে পরিবেশ বান্ধব বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়। বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়। বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়, যা ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্যও পরিবেশের উন্নতি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে। বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক থেকে আইল্যান্ডে সারি করে সৌন্দর্য বর্ধনকারী রেড পামগাছ রোপণ করা হয়েছে।
এম.কন্ঠ/ ২১ অগাস্ট /এম.টি