ঢাকা ১০:৫০ অপরাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ
বানভাসি মানুষের পাশে দাড়াবে টাঙ্গাইলের “রাইজিং হোপ ফাউন্ডেশন” টাঙ্গাইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনাসভা ঘাটাইলে পৃথক স্থান থেকে তিন জনের লাশ উদ্ধার গণ অধিকার পরিষদ ৩০০ আসনে প্রার্থী দেবে…শাকিলউজ্জামান টাঙ্গাইলে পরিবহন খাত ছিল বড় মনিরের মুঠোয় আনুহলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ টাঙ্গাইলে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রিবার্ষিক সম্মেলন এলেঙ্গা শামছুল হক মহাবিদ্যালয় কলেজের জমি প্রতারণা করে অধ্যক্ষের যোগসাজশে লিখে নিয়েছেন স্ত্রী মীনা টাঙ্গাইলে কলেজছাত্র হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার টাঙ্গাইলে শহীদদের স্মরণে দোয়া মাহফিল

টাঙ্গাইলে ক্লাস বর্জন করে প্রধান শিক্ষকের কার্যালয় ঘেরাও, অপসারণের দাবি

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:৫৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪

টাঙ্গাইলের দেলদুয়ারের পাথরাইল বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাদের পদত্যাগ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এলাকাবাসী এবং বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

রবিবার (১৮ আগস্ট) দুপুরের দিকে স্থানীয় ইসকন মন্দির থেকে মিছিলটি শুরু হয়ে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে দুই ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে তারা। সেখানে মানববন্ধন ও প্রধান শিক্ষকের কার্যালয় ঘেরাও করে আন্দোলনকারীরা। এসময় প্রধান শিক্ষক দ্বীনু বন্ধু প্রামানিক এবং বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সভাপতি আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে ১৩ দফা অভিযোগনামা পেশ করেছেন বিক্ষোভকারীরা। অবিলম্বে তারা প্রধান শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সভাপতির অপসারণ ও বিচার দাবি করে।

অভিযোগে বলা হয়েছে, প্রধান শিক্ষক দ্বীনু বন্ধু প্রামানিক একজন দলবাজ, চরিত্রহীন। তার কাছে ছাত্রীরা নিরাপদ নন। তিনি সন্ত্রাসী এবং দলীয় ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘদিন অবৈধভাবে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে রয়েছেন। তিনি নিজের নিয়োগের লিখিত এবং মৌখিক পরীক্ষার প্রশ্ন নিজেই তৈরি করেছেন। যার প্রমাণ তাদের হাতে রয়েছে। তিনি ধর্মীয় শিক্ষক থেকে সরাসরি প্রধান শিক্ষক হয়ে নিয়ম লঙ্ঘন করেছেন। এছাড়া তিনি বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক করেছেন। পরকিয়ায় আসক্ত এক নারীকে বিয়ে করতে তিনি হিন্দু থেকে মুসলিম হয়ে দীন ইসলাম নাম ধারণ করেন। গোপনে বিয়ের পর ওই নারীর লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে ভয়-ভীতি দেখিয়ে তাড়িয়ে দিয়েছেন। দাবি করেন, তিনি মুসলিম থেকে আবার হিন্দু হয়েছেন। বিষয়টি নিয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ও ভীষণ ক্ষুব্ধ। সেইসঙ্গে চরিত্রহীন শিক্ষকের কাছে ছাত্রীরা অনিরাপদ বোধ করছেন। বিব্রত অভিভাবকরাও।

জানা গেছে, ভুক্তভোগী নারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। কিন্তু জেলা পর্যায়ের দাগী সন্ত্রাসীদের ব্যবহার করে ভয়ভীতি দেখিয়ে ওই মামলার কার্যক্রম বন্ধ করিয়ে দিয়েছেন। প্রধান শিক্ষক এসব অপকর্ম করেছেন রাজনৈতিক ছত্রছায়ায়, অবৈধ অর্থ এবং সন্ত্রাসীদের পেশিশক্তির সাহায্য নিয়ে।

এদিকে, ধর্ষণ মামলায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া বড় মনিরকে প্রধান শিক্ষক নিজের অপকর্ম হাসিলের জন্য পরিচালনা কমিটির সভাপতি করেন। সভাপতি বিদ্যালয়ে যেতেন না, শুধু অবৈধ টাকার ভাগ-বাটোয়ারা বুঝে নিতেন। দেলদুয়ার উপজেলায় অনেক শিক্ষানুরাগী, এমপি ও যোগ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ থাকতেও নিজের স্বার্থ হাসিলের জন্য প্রধান শিক্ষক অন্য উপজেলার একজন চিহ্নিত আসামিকে সভাপতির পদে বসিয়েছেন, যা শিক্ষা প্রসারে অন্তরায় হিসেবে কাজ করেছে।

অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের পুকুরের মাছ বিক্রি, মাটি বিক্রি, গাছ বিক্রি এবং ছাত্র-ছাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত অর্থ প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সভাপতি ভাগ-বাটোয়ারা করে নিতেন। অবৈধ বাণিজ্যের মাধ্যমে অযোগ্য শিক্ষক নিয়োগ দিয়েছেন। তারা এ বিষয়ে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ চেয়েছেন।

এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক দ্বীনু বন্ধু প্রামানিকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।

দেলদুয়ার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তারিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে আমি বিদ্যালয় পরিদর্শনে এসেছি। বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সাথে কথা হয়েছে। আর্থিক দুর্নীতি ও চারিত্রিক অবক্ষয়সহ লিখিত অভিযোগ পেয়েছি। যেখানে প্রধান ৮টিসহ মোট ১৩টি অভিযোগ রয়েছে। অভিযোগটি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকেও দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এম.কন্ঠ/ ১৮ অগাস্ট  /এম.টি

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইলে ক্লাস বর্জন করে প্রধান শিক্ষকের কার্যালয় ঘেরাও, অপসারণের দাবি

প্রকাশ: ০২:৫৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪

টাঙ্গাইলের দেলদুয়ারের পাথরাইল বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাদের পদত্যাগ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এলাকাবাসী এবং বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

রবিবার (১৮ আগস্ট) দুপুরের দিকে স্থানীয় ইসকন মন্দির থেকে মিছিলটি শুরু হয়ে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে দুই ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে তারা। সেখানে মানববন্ধন ও প্রধান শিক্ষকের কার্যালয় ঘেরাও করে আন্দোলনকারীরা। এসময় প্রধান শিক্ষক দ্বীনু বন্ধু প্রামানিক এবং বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সভাপতি আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে ১৩ দফা অভিযোগনামা পেশ করেছেন বিক্ষোভকারীরা। অবিলম্বে তারা প্রধান শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সভাপতির অপসারণ ও বিচার দাবি করে।

অভিযোগে বলা হয়েছে, প্রধান শিক্ষক দ্বীনু বন্ধু প্রামানিক একজন দলবাজ, চরিত্রহীন। তার কাছে ছাত্রীরা নিরাপদ নন। তিনি সন্ত্রাসী এবং দলীয় ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘদিন অবৈধভাবে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে রয়েছেন। তিনি নিজের নিয়োগের লিখিত এবং মৌখিক পরীক্ষার প্রশ্ন নিজেই তৈরি করেছেন। যার প্রমাণ তাদের হাতে রয়েছে। তিনি ধর্মীয় শিক্ষক থেকে সরাসরি প্রধান শিক্ষক হয়ে নিয়ম লঙ্ঘন করেছেন। এছাড়া তিনি বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক করেছেন। পরকিয়ায় আসক্ত এক নারীকে বিয়ে করতে তিনি হিন্দু থেকে মুসলিম হয়ে দীন ইসলাম নাম ধারণ করেন। গোপনে বিয়ের পর ওই নারীর লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে ভয়-ভীতি দেখিয়ে তাড়িয়ে দিয়েছেন। দাবি করেন, তিনি মুসলিম থেকে আবার হিন্দু হয়েছেন। বিষয়টি নিয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ও ভীষণ ক্ষুব্ধ। সেইসঙ্গে চরিত্রহীন শিক্ষকের কাছে ছাত্রীরা অনিরাপদ বোধ করছেন। বিব্রত অভিভাবকরাও।

জানা গেছে, ভুক্তভোগী নারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। কিন্তু জেলা পর্যায়ের দাগী সন্ত্রাসীদের ব্যবহার করে ভয়ভীতি দেখিয়ে ওই মামলার কার্যক্রম বন্ধ করিয়ে দিয়েছেন। প্রধান শিক্ষক এসব অপকর্ম করেছেন রাজনৈতিক ছত্রছায়ায়, অবৈধ অর্থ এবং সন্ত্রাসীদের পেশিশক্তির সাহায্য নিয়ে।

এদিকে, ধর্ষণ মামলায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া বড় মনিরকে প্রধান শিক্ষক নিজের অপকর্ম হাসিলের জন্য পরিচালনা কমিটির সভাপতি করেন। সভাপতি বিদ্যালয়ে যেতেন না, শুধু অবৈধ টাকার ভাগ-বাটোয়ারা বুঝে নিতেন। দেলদুয়ার উপজেলায় অনেক শিক্ষানুরাগী, এমপি ও যোগ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ থাকতেও নিজের স্বার্থ হাসিলের জন্য প্রধান শিক্ষক অন্য উপজেলার একজন চিহ্নিত আসামিকে সভাপতির পদে বসিয়েছেন, যা শিক্ষা প্রসারে অন্তরায় হিসেবে কাজ করেছে।

অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের পুকুরের মাছ বিক্রি, মাটি বিক্রি, গাছ বিক্রি এবং ছাত্র-ছাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত অর্থ প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সভাপতি ভাগ-বাটোয়ারা করে নিতেন। অবৈধ বাণিজ্যের মাধ্যমে অযোগ্য শিক্ষক নিয়োগ দিয়েছেন। তারা এ বিষয়ে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ চেয়েছেন।

এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক দ্বীনু বন্ধু প্রামানিকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।

দেলদুয়ার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তারিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে আমি বিদ্যালয় পরিদর্শনে এসেছি। বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সাথে কথা হয়েছে। আর্থিক দুর্নীতি ও চারিত্রিক অবক্ষয়সহ লিখিত অভিযোগ পেয়েছি। যেখানে প্রধান ৮টিসহ মোট ১৩টি অভিযোগ রয়েছে। অভিযোগটি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকেও দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এম.কন্ঠ/ ১৮ অগাস্ট  /এম.টি