ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ঘাটাইলে কদমতলী স্কুলের প্রধান শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০২:২৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কদমতলী হাসান পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহকে লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

রবিবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের মূল গেটের সামনে বর্তমান ও সাবেক শিক্ষার্থী ও শিক্ষকরা মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়।

এ সময় শিক্ষার্থীরা জানান, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য সাইফুল ইসলাম লিটন শেখ হাসিনা সরকারের পতনের পর অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক স্যারকে এক দিনের মধ্যে বাসা ছেড়ে দিয়ে চলে যাওয়ার আল্টিমেটাম দেন।

এ ঘটনার প্রতিবাদে রবিবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের মূল গেটের সামনে টাঙ্গাইল-ময়মনসিয়হ আঞ্চলিক মহাসড়কে কদমতলী বাজারে বর্তমান ও সাবেক শিক্ষার্থী ও শিক্ষকরা মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। শিক্ষার্থীরা এ সময় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখলেরাস্তার দুই পাশে তীব্র যানজটের সৃষ্ঠি হয়। পরে টহলরত সেনাবাহিনী ও ঘাটাইল থানার পুলিশ ঘটনাস্থলে পৌছিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এ ব্যাপারে প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়ের মাঠটি গরুর হাট হিসাবে ইজারাকৃত। তিনি ইজারাদার থাকাকালিন সময়ে বিদ্যালয়ের তহবিলে দীর্ঘদিন ধরে কোনো অর্থজমা না দেওয়াতে বিদ্যালয় পরিচালনা পরিষদ কর্তৃক তাকে সঠিক হিসাব দিতে একটি চিঠি প্রেরণ করা হয়। এতে তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে বাসা ছেড়ে দিতে হুমকি প্রদর্শন করেন এবং আমাকে লাঞ্ছিত করেন।

সাবেক ম্যানেজিং কমিটির সদস্য সাইফুল ইসলাম লিটন বলেন, আমরা ভ’মিদাতা হলেও প্রতিষ্ঠান আমাদের কোনো মূল্যায়ন করে না। আমি তাকে কোনো লাঞ্ছিত করেনি। তবে রাগের মাথায় প্রধান শিক্ষকের জন্য বরাদ্দকৃত বিদ্যালয় কর্তৃক বাসাটি ছেড়ে দিতে বলেছি।

এম.কন্ঠ/ ১৮ অগাস্ট  /এম.টি

নিউজটি শেয়ার করুন

ঘাটাইলে কদমতলী স্কুলের প্রধান শিক্ষককে লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ: ০২:২৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কদমতলী হাসান পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহকে লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

রবিবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের মূল গেটের সামনে বর্তমান ও সাবেক শিক্ষার্থী ও শিক্ষকরা মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়।

এ সময় শিক্ষার্থীরা জানান, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য সাইফুল ইসলাম লিটন শেখ হাসিনা সরকারের পতনের পর অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক স্যারকে এক দিনের মধ্যে বাসা ছেড়ে দিয়ে চলে যাওয়ার আল্টিমেটাম দেন।

এ ঘটনার প্রতিবাদে রবিবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের মূল গেটের সামনে টাঙ্গাইল-ময়মনসিয়হ আঞ্চলিক মহাসড়কে কদমতলী বাজারে বর্তমান ও সাবেক শিক্ষার্থী ও শিক্ষকরা মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। শিক্ষার্থীরা এ সময় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখলেরাস্তার দুই পাশে তীব্র যানজটের সৃষ্ঠি হয়। পরে টহলরত সেনাবাহিনী ও ঘাটাইল থানার পুলিশ ঘটনাস্থলে পৌছিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এ ব্যাপারে প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়ের মাঠটি গরুর হাট হিসাবে ইজারাকৃত। তিনি ইজারাদার থাকাকালিন সময়ে বিদ্যালয়ের তহবিলে দীর্ঘদিন ধরে কোনো অর্থজমা না দেওয়াতে বিদ্যালয় পরিচালনা পরিষদ কর্তৃক তাকে সঠিক হিসাব দিতে একটি চিঠি প্রেরণ করা হয়। এতে তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে বাসা ছেড়ে দিতে হুমকি প্রদর্শন করেন এবং আমাকে লাঞ্ছিত করেন।

সাবেক ম্যানেজিং কমিটির সদস্য সাইফুল ইসলাম লিটন বলেন, আমরা ভ’মিদাতা হলেও প্রতিষ্ঠান আমাদের কোনো মূল্যায়ন করে না। আমি তাকে কোনো লাঞ্ছিত করেনি। তবে রাগের মাথায় প্রধান শিক্ষকের জন্য বরাদ্দকৃত বিদ্যালয় কর্তৃক বাসাটি ছেড়ে দিতে বলেছি।

এম.কন্ঠ/ ১৮ অগাস্ট  /এম.টি