সর্বশেষ
ঘাটাইলে হিন্দু ধর্মাবলম্বীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
টাঙ্গাইলের ঘাটাইলে সারাদেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের উপর সাম্প্রদায়িক সহিংসতা, নির্যাতন, মন্দির ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও চাঁদাবাজি বন্ধসহ হামলাকারীদের গ্রেপ্তার এবং বিচারের দাবীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৪ টায় সার্বজনীন হরিমন্দির থেকে একটি মিছিল পৌর এলাকায় প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ করতে থাকে। ঘাটাইল উপজেলা হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ উপজেলা শাখা ও ধর্মীয় জাতিগত সংখ্যালঘু ঐক্য মোর্চা আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি অধির চন্দ্র শাহা, সাধারণ সম্পাদক অমুল্য চন্দ্র আর্য্য, হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক কার্ত্তিক দত্ত, পৌর শাখার সাধারণ সম্পাদক জিতেন্দ্র্র আর্য্য প্রমুখ।