ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার বাপ-দাদার স্বপ্নপূরণ, ডা. নাজমুল গরীব মানুষের সেবা করতে চান কালিহাতীর ঝিনাই নদীতে দুই নৌকা সংঘর্ষে নিহত এক ভূঞাপুরের গাবসারায় বাৎসরিক ওরশ শরিফ ঘাটাইলে পূজামন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক কালিহাতীতে অটোরিক্সাকে বাসের ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩ টাঙ্গাইলে শত কোটি টাকা নিয়ে পালিয়েছে আ’লীগ নেতা বড়মনি, সমিতির নির্বাচন চায় মালিকপক্ষ বাসাইলে সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্পেইন, ১২শ’ রোগী পেল ঔষধ ও চিকিৎসাসেবা দেলদুয়ারে মাদক সেবনে বাঁধা দেয়ায় স্কুলের নৈশ প্রহরীকে মারধর, ভাঙচুর টাঙ্গাইলে বাস মালিক সমিতির অবৈধ দখল, চাঁদাবাজি,পরিবহণ সেক্টরকে দলীয় করণের প্রতিবাদ

গোপালপু‌রে ভে‌ঙে গেল সেতু, যোগা‌যোগ বি‌চ্ছিন্ন

গোপালপুর প্রতিনিধি :
প্রকাশ: ০৩:৩৩:০৪ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪

টাঙ্গ‌াইলের গোপালপু‌রে ঝিনাই নদীর উপর নি‌র্মিত সেতুর একাংশ ভে‌ঙে প‌ড়ে গে‌ছে। এতে যোগা‌যোগ ব‌্যবস্থা বন্ধ হ‌য়ে প‌ড়ে‌ছে নগদাশিমলার বনমালী- জাম‌তৈল সড়‌কে। বুধবার (৫ জুন) বেলা ৩টার দি‌কে উপ‌জেলার বনমালী এলাকায় ঝিনাই নদীর উপর সেতু‌টি ভে‌ঙে প‌ড়ে।

এদি‌কে সেত‌ু‌টি ভে‌ঙে যাওয়ার পর স্থানীয় নদী‌তে জ‌মে থাকা পানার উপর দি‌য়ে ঝু‌ঁকি নি‌য়ে পা‌য়ে হে‌ঁটে নদী পারাপার হ‌চ্ছে।

জানা গে‌ছে, উপ‌জেলার নগদা শিমলার বনমালী এলাকায় ঝিনাই নদীর উপর ১৯৯৬ সা‌লে সেতু‌টি নির্মাণ করা হয়। সেতুটির দৈর্ঘ‌্য ৪০ মিটা‌র এবং ৫ ফু‌ট প্রস্থ। নদী‌তে পা‌নি বৃ‌দ্ধির কার‌ণে পানাগু‌লো এক‌ত্রিত হ‌য়ে সেত‌ুর পিলারে জমাট বাঁ‌ধে। সেতুর পিলা‌রের নি‌চে মা‌টি না থাকায় তীব্র নদী‌তে স্রোত ও পানার চা‌পে সেতুর মাঝ খা‌নের প্রায় ২০ মিটার অংশ ভে‌ঙে নদী‌তে প‌ড়ে যায়। বা‌কি অংশটুকুও ঝু‌ঁকি‌তে র‌য়েছে।

স্থানীয় ইউনিয়ন প‌রিষ‌দের সদস‌্য আয়নাল হক ব‌লেন, নদী‌তে পা‌নির আসার আগেই সেতু‌টির নি‌চে জমে থাকা পানা পরিস্কার ক‌রা হয়। ‌এভা‌বেই বিগত পাঁচ বছর ধ‌রে ক‌রে‌ছি। কিন্তু হঠাৎ ক‌রে আজ‌কে সেতুর মাঝখানে কিছু অংশ ভে‌ঙে প‌ড়ে‌ছে নদী‌তে।

তি‌নি আরো ব‌লেন, সেতু ভে‌ঙে যাওয়ার পর লোকজন নদী‌তে জ‌মে থাকা পানার উপর দি‌য়ে হে‌ঁটে নদী পার হ‌চ্ছে।

উপ‌জেলা এল‌জিইডির নির্বাহী প্রকৌশলী ফাত্তাউর রহমান ব‌লেন, সেতু‌টি দীর্ঘদি‌নের পুরাতন ছিল। সেতুর প্রস্থ ছিল ৫ফুট। স্থানীয়‌দের যাতায়া‌তের স্বা‌র্থে ঝিনাই নদীর উপর সেতু‌টি নির্মাণ করা হ‌য়েছিল। পুরাতন সেতু হওয়ায় সে‌টি সংস্কা‌রের উপ‌যোগী ছিল না। সেখা‌নে নতুন ক‌রে সেতু নির্মা‌ণের জন‌্য প্রস্তাবনা পাঠা‌বো হ‌বে।

 

এম.কন্ঠ/ ০৫ জুন /এম.টি

নিউজটি শেয়ার করুন

গোপালপু‌রে ভে‌ঙে গেল সেতু, যোগা‌যোগ বি‌চ্ছিন্ন

প্রকাশ: ০৩:৩৩:০৪ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪

টাঙ্গ‌াইলের গোপালপু‌রে ঝিনাই নদীর উপর নি‌র্মিত সেতুর একাংশ ভে‌ঙে প‌ড়ে গে‌ছে। এতে যোগা‌যোগ ব‌্যবস্থা বন্ধ হ‌য়ে প‌ড়ে‌ছে নগদাশিমলার বনমালী- জাম‌তৈল সড়‌কে। বুধবার (৫ জুন) বেলা ৩টার দি‌কে উপ‌জেলার বনমালী এলাকায় ঝিনাই নদীর উপর সেতু‌টি ভে‌ঙে প‌ড়ে।

এদি‌কে সেত‌ু‌টি ভে‌ঙে যাওয়ার পর স্থানীয় নদী‌তে জ‌মে থাকা পানার উপর দি‌য়ে ঝু‌ঁকি নি‌য়ে পা‌য়ে হে‌ঁটে নদী পারাপার হ‌চ্ছে।

জানা গে‌ছে, উপ‌জেলার নগদা শিমলার বনমালী এলাকায় ঝিনাই নদীর উপর ১৯৯৬ সা‌লে সেতু‌টি নির্মাণ করা হয়। সেতুটির দৈর্ঘ‌্য ৪০ মিটা‌র এবং ৫ ফু‌ট প্রস্থ। নদী‌তে পা‌নি বৃ‌দ্ধির কার‌ণে পানাগু‌লো এক‌ত্রিত হ‌য়ে সেত‌ুর পিলারে জমাট বাঁ‌ধে। সেতুর পিলা‌রের নি‌চে মা‌টি না থাকায় তীব্র নদী‌তে স্রোত ও পানার চা‌পে সেতুর মাঝ খা‌নের প্রায় ২০ মিটার অংশ ভে‌ঙে নদী‌তে প‌ড়ে যায়। বা‌কি অংশটুকুও ঝু‌ঁকি‌তে র‌য়েছে।

স্থানীয় ইউনিয়ন প‌রিষ‌দের সদস‌্য আয়নাল হক ব‌লেন, নদী‌তে পা‌নির আসার আগেই সেতু‌টির নি‌চে জমে থাকা পানা পরিস্কার ক‌রা হয়। ‌এভা‌বেই বিগত পাঁচ বছর ধ‌রে ক‌রে‌ছি। কিন্তু হঠাৎ ক‌রে আজ‌কে সেতুর মাঝখানে কিছু অংশ ভে‌ঙে প‌ড়ে‌ছে নদী‌তে।

তি‌নি আরো ব‌লেন, সেতু ভে‌ঙে যাওয়ার পর লোকজন নদী‌তে জ‌মে থাকা পানার উপর দি‌য়ে হে‌ঁটে নদী পার হ‌চ্ছে।

উপ‌জেলা এল‌জিইডির নির্বাহী প্রকৌশলী ফাত্তাউর রহমান ব‌লেন, সেতু‌টি দীর্ঘদি‌নের পুরাতন ছিল। সেতুর প্রস্থ ছিল ৫ফুট। স্থানীয়‌দের যাতায়া‌তের স্বা‌র্থে ঝিনাই নদীর উপর সেতু‌টি নির্মাণ করা হ‌য়েছিল। পুরাতন সেতু হওয়ায় সে‌টি সংস্কা‌রের উপ‌যোগী ছিল না। সেখা‌নে নতুন ক‌রে সেতু নির্মা‌ণের জন‌্য প্রস্তাবনা পাঠা‌বো হ‌বে।

 

এম.কন্ঠ/ ০৫ জুন /এম.টি