টাঙ্গাইলে ১৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালিত
টাঙ্গাইলে ১৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা সদর রোডস্থ সেটেলমেন্ট অফিসের সামনে গণভোজের আয়োজন করা হয়।
এতে অংশ নেয় জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাদেকুল আলম খোকা, দেওয়ান শফিকুল ইসলাম, ১৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হুমায়ন চৌধুরী, কেন্দ্রীয় যুবদলের সদস্য আব্দুল্লাহ হেল কাফি, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা তাঁতীদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক একেএম আব্দুল্লাহ, শহর যুবদলের যুগ্ম সম্পাদক তৌহিদ লিখন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কায়সার রহমান লিমন, সদস্য সাজ্জাত হোসেন রিফাত প্রমুখ। এসময় বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে শহীদ জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তার বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। শেষে গণভোজ বিতরণ করা হয়।
এম.কন্ঠ/ ৩০ মে /এম.টি