সালামত উল্লাহ মজনু স্মৃতি শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত
ঈদের আমেজে ১২ এপ্রিল শুক্রবার টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় সালামত উল্লাহ মজনু স্মৃতি শর্টপিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে খালেদ মায়মুনা ক্রিকেট একাদশ ৭ উইকেটে ফ্রেন্ডস সার্কেল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
জার্মান প্রবাসী এলাকার সমাজসেবক ইমাম সাফি হোসেনের সার্বিক তত্ত্বাবধানে খেলার শুরুতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুল্যবান বক্তব্য প্রদান করেন টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আসন্ন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেন মানিক।

এস এম সলিমুল্লাহ দুলালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনতা ব্যাংক টাঙ্গাইল সদর কর্পোরেট শাখার সহকারী মহা ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার এসোসিয়েশনের সভাপতি মফিজুল ইসলাম মজনু, বাংলাদেশ ফ্রিল্যান্সার এসোসিয়েশনের প্রেসিডেন্ট এইচ এম আলমগীর সিদ্দিকী, ৮নং বাঘিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো রফিকুল ইসলাম, ২নং বাঘিল ইউনিয়নের মেম্বার লুৎফর রহমান, ছাত্রলীগের সদস্য আশিকুর রহমান আশিক।
খেলায় টস জয়ী ফ্রেন্ডস সার্কেল একাদশ নির্ধারিত ১৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮১ রান করে। দলের পক্ষে রাকিব সর্বোচ্চ ২৮ রান করে।
বোলিংয়ে বিজয়ী দলের হাবিব ২টি মশিউর ১টি উইকেট দখল করে। জবাবে খালেদ মায়মুনা ক্রিকেট একাদশ ১২ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে ৮২ রান করে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। দলের পক্ষে মশিউর সর্বোচ্চ অপরাজিত ২৮ রান করে। খেলায় ব্যাটিংয়ে ২৮ রান ও বোলিংয়ে ১টি উইকেট দখল করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় মশিউর।

উল্লেখ্য সালামত উল্লাহ মজনু স্মৃতি শর্টপিস ক্রিকেট টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহন করেছিলো। দল গুলো হলো ফৌলার ঘোনা স্পোটিং ক্লাব, সালামদ উল্লাহ মজনু স্মৃতি সংঘ, চর ভায়টা ক্রিকেট একাদশ, চাকতা স্পোটিং ক্লাব, গাগর জান ক্রিকেট সংঘ, রংধনু ক্রিকেট একাদশ, ঘোষের গাগরজান একাদশ, ভাই ভাই ক্রিকেট একাদশ, গালা স্পোটিং ক্লাব, ভায়েটা স্পোটিং ক্লাব, ব্রাদার্স রাইটার, নাইমুল হৃদয় বাবু স্মৃতি সংঘ, ক্ষুদ যুগনী ক্রিকেট একাদশ, উত্তর কান্দাপাড়া স্পোটিং ক্লাব ও খালেদ মায়মুনা ক্রিকেট একাদশ।
এম.কন্ঠ/ ১২ এপ্রিল/এম.টি