টাঙ্গাইলে সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন চান মোহাম্মদ আলী
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংবাদ সম্মেলন করে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির মনোননয়ন চাইলেন জাবতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ আলী। মঙ্গলবার রাতে টাঙ্গাইল প্রেসক্লাবে তিনি সংবাদ সম্মেলন করে এ দাবি করেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘ প্রায় ২৮ বছর যাবত তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্টের উভয় বিভাগে আইন পেশায় নিয়োজি। মেধা, দক্ষতা ও সফলতার সাথে বিগত ১৫ বৎসর বিনা ফিতে, স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে শত শত দলীয় মামলা পরিচালনা করছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি একজন বি.এন.পি দলীয় সংসদ সদস্য হিসেবে মনোনয়ন প্রত্যাশী। লাল ও সাদা মাটির সমন্বয়ে পাহাড় ও সমতল ভূমি বেষ্টিত মধুপুর ও ধনবাড়ী উপজেলা দুইটি শিক্ষা ও অর্থনৈতিক ভাবে অগ্রসরমান উপজেলা।
যোগাযোগের দিক থেকে টাঙ্গাইল-ময়মনসিংহ-জামালপুর শহর থেকে প্রায় সমান দূরত্বে অবস্থিত। মধুপুর উপজেলা তিন জেলার সংযোগস্থল। বাংলাদেশের প্রতিটি বিভাগ ও জেলার সাথে মধুপুরের মধ্য দিয়ে সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে। এরপরও ১৫ বৎসর মধুপুর-ধনবাড়ির উল্লেখযোগ্য কোন উন্নয়ন সাধিত হয় নাই। বরং বাংলাদেশের অনেক উপজেলা থেকে পিছিয়ে থাকা বঞ্চিত উপজেলা দুইটির রাস্তা-ঘাটের বেহাল অবস্থা।
তিনি আরও জানান, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসাসহ অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান জরাজীর্ণ অবস্থায় আছে। অধুনা, মধুপুরে তেমন কোন শিক্ষা প্র্রতিষ্ঠান গড়ে উঠে নাই ফলে বেকারত্বের সংখ্যা চরম পর্যায় উপনীত হয়েছে। দিনি দীর্ঘ ১৫ বৎসর ফ্যাসিষ্ট স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে দুই বার কারাবরণ করেছে এবং ১৭টি মিথ্যা মামলার আসামী ছিলেন। অধিকন্তু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বার বার মৃত্যুর সম্মুখিন হয়েছেন। তবুও তিনি রাজপথ ছাড়েনি।
স্থানীয় একজন ত্যাগি কর্মী হিসেবে মধুপুর-ধনবাড়ীর অধিকাংশ জনগন ইতিমধ্যে তার প্রতি আস্থা ও সমর্থন জ্ঞাপন করেছেন। তার দৃঢ় বিশ্বাস আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে দলের প্রতি তার ডেডিকেশন ও আন্দোলন সংগ্রামে তার অগ্রনী ভূমিকা ও এলকার জনপ্রিয়তার বিষয়টি বিবেচনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি তাকে মনোনয়ন দিবেন।
তিনি বলেন, গ্যাস সরবরাহের ব্যবস্থা করে মধুপুর-ধনবাড়ির মধ্যবর্তী স্থানে শিল্পাঞ্চল গড়ে তোলা। যাতে কমপক্ষে ২৫ হাজার নারী-পুরুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজ এবং উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনবল তৈরী করার লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও পলিটেকটিক ইনস্টিটিউট স্থাপন করা।
উৎপাদিত আনারস, কলা, লেবু, পেঁপে, পেয়ারা, ড্রাগন ফল ও মাল্ট সহ উৎপাদিত কৃষিপণ্য বিদেশে বাজারজাত করণের জন্য উন্নত বিপণন কেন্দ্র্র স্থাপন করা। যাতে করে চাষীরা তাদের উৎপাদিত ফলের ন্যায্য মূল্য পায়। সংবাদ সম্মেলনে বিএনপিসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।
এম.কন্ঠ/ ১৫ অক্টোবর /এম. টি