কালিহাতীতে জাতীয় ভোটার দিবস পালিত
“সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” প্রতিপাদ্যে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।
শনিবার (২ মার্চ) সকালে কালিহাতী নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম।
পরে উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে নির্বাচন অফিসের সামনে এসে শেষ হয়।
এসময় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক, সহকারী নির্বাচন অফিসার মোঃ শেখ আশিকুল আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাশেদা পারভেজ ও কালিহাতী নির্বাচন অফিসের অফিস সহকারী জাহিদুল ইসলাম।
এম.কন্ঠ/০২ মার্চ/এম.টি