কালিহাতীতে যুবদল নেতা বহিষ্কার
টাঙ্গাইলের কালিহাতী প্রেসক্লাবে হামলার জেরে উপজেলা যুবদল নেতা রফিকুল ইসলাম রফিককে বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক বিজ্ঞপ্তিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা যুবদলের সদস্য মো. রফিকুল ইসলাম রফিককে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিস্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা।
যুবদলের সকল নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রিয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যেই এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
সোমবার (৩ মার্চ) সন্ধ্যার দিকে জাতীয় যুবদল কেন্দ্রিয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিস্কার করা হয়। এর আগে গত ২৬ ফেব্রুয়ারী (বুধবার) সকালে রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে ১০-১২ জন কালিহাতী প্রেসক্লারে তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ভাঙচুর করে গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ নগদ টাকা লুট করে নেয়। এ ঘটনায় কালিহাতী প্রেসক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত বাদী হয়ে কালিহাতী আমলী আদালতে রফিকুল ইসলাম রফিক ও রশিদ আহম্মদ আব্বাসীসহ ১১ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।
এম.কন্ঠ/ ০৩ মার্চ /এম.টি