ঘাটাইলে মাটিকাটা বন্ধে রাতে অভিযান, তিনজনের জেল
টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধভাবে পাহাড়ি মাটিকাটা বন্ধে রাতের আঁধারে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনজন মাটি ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো: আবু সাঈদ।
শুক্রবার ( ১ মার্চ) গভীর রাত পর্যন্ত অবৈধভাবে পাহাড়ি মাটিকাটা বন্ধে পুলিশ, আনসার ও সেনাবাহিনীর সহায়তায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে পাহাড়ি মাটিকাটা বন্ধে শুক্রবার দিবাগত রাতে উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার ও সেনাবাহিনীর সহায়তায় প্রশাসনের একটি যৌথ টিম বের হয়।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মাটি কাটা অবস্থায় ০৩ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সংগ্রামপুর গ্রামের মৃত আ: রশিদ এর ছেলে আ: রাজ্জাক, আমুয়া বাইদ গ্রামের মৃত আ: মজিদ খান এর ছেলে মো: সেলিম আল মামুন, কুড়িপাড়া গ্রামের জয়েন মন্ডল এর ছেলে লাল মোহাম্মদ(৩৫)।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো: আবু সাঈদ জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় তাদের স্বীকারোক্তির ভিত্তিতে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়। এ সময় ০১টি ট্রাককে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয় এবং ০১টি ট্রাক জব্দ করা হয়। পাহাড়ি মাটিকাটা বন্ধে উপজেলা প্রশাসনের অবস্থান শূন্য সহিষ্ণুতা।
এম.কন্ঠ/ ০১ মার্চ /এম.টি