ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল টাঙ্গাইলে প্রতারণার অভিযোগে আদম ব্যবসায়ী সজিবের বিরুদ্ধে আদালতে মামলা কিশোর কিশোরী ক্লাবের সদস্যরাই আগামী দিনের ভবিষ্যত…সচিব মমতাজ আহমেদ ঘারিন্দাতে ফরহাদ ইকবালের শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ ঘাটাইলে সিরাজুল ইসলাম (লাবলু) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত কালিহাতীতে বিলে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, হুমকির মুখে ফসলি জমি ঘাটাইলে লাল মাটি কাটার অপরাধে দুইজনকে ২লাখ টাকা অর্থদন্ড টাঙ্গাইলে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ফরহাদ ইকবাল টাঙ্গাইলে ফরহাদ ইকবালের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ টাঙ্গাইলে শ্বশুড়বাড়ীতে নাটোরের ট্রাক চালক আলমকে হত্যার অভিযোগ

টাঙ্গাইলে উইন্টার সিজন ফুটবলের ২য় পর্ব শুরু

ক্রীড়া প্রতিবেদক :
প্রকাশ: ১২:০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

গোলহীন প্রতিদ্বন্দিতাপূর্ন চল্লিশোর্ধ ফুটবল ম্যাচে ওয়ান ক্লাবের রক্ষণসেনা গৌর সুন্দর ও গোলরক্ষক সুব্রত কুমার ধরের দৃঢতায় ফিফটি ক্লাবের সাথে গোলশুন্য ড্র করে মূল্যবান একটি পয়েন্ট অর্জন করেছে ওয়ান ক্লাব।

শনিবার (৪ জানুয়ারী) টাঙ্গাইল আউটার স্টেডিয়ামে ফোরটি আপ ব্রাদার্সের আয়োজনে উইন্টার সিজন ফুটবল টুর্নামেন্টের ফিরতি লীগের প্রথম খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলার শুরু থেকে দু’দলই আগোছালো ফুটবল খেলার মাধ্যমে গোল করার চেষ্টা করতে থাকে। দু’দলের আক্রমন পাল্টা আক্রমনগুলো ছিলো বিক্ষিপ্ত। খেলায় বিক্ষিপ্ত আক্রমন থেকে ওয়ান ক্লাবের তুলনায় ফিফটি ক্লাব গোল করার সুযোগ বেশী পেয়েছে। ফিফটি ক্লাবের নির্ভরযোগ্য সৈয়দ বেলাল, পিনাকী দে, হাবিব ও হাসানের ব্যর্থতায় গোলবঞ্চিত হয়। ওয়ান ক্লাবের স্টাইকার বাবু ব্যর্থতায় কোনো অংশে কম নয়। দু’দলে খেলা ড্র হওয়ায় ওয়ান ক্লাবের পয়েন্ট ৩ এবং ফিফটি ক্লাবের পয়েন্ট ২ হয়েছে।

ফিফটি ক্লাবঃ সুজিত কুমার সাহা, পিন্টু,নয়ন মিয়া,বিজয় কর্মকার, বাদল ভূইয়া,খায়রুল,উজ্জল (ব্যাংকার),ডাঃ হাসান।সৈয়দ বেলাল,হাবিব ও ড. পিনাকী দে।

ওয়ান ক্লাবঃ সুব্রত কুমার ধর, লিটন সাহা, পলাশ পাল, গৌর সুন্দও, মুজিবুর, রাতুল সাহেদ, উৎপল কর্মকার, এ্যাডভোকেট বাবু, দুলাল ও মোতালেব। রেফারীঃ সুলতান মাহমুদ। পরবর্তী খেলাঃ ১১ জানুয়ারী, ২০২৫।

এম.কন্ঠ/ ০৪ জানুয়ারী /এম.টি

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইলে উইন্টার সিজন ফুটবলের ২য় পর্ব শুরু

প্রকাশ: ১২:০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

গোলহীন প্রতিদ্বন্দিতাপূর্ন চল্লিশোর্ধ ফুটবল ম্যাচে ওয়ান ক্লাবের রক্ষণসেনা গৌর সুন্দর ও গোলরক্ষক সুব্রত কুমার ধরের দৃঢতায় ফিফটি ক্লাবের সাথে গোলশুন্য ড্র করে মূল্যবান একটি পয়েন্ট অর্জন করেছে ওয়ান ক্লাব।

শনিবার (৪ জানুয়ারী) টাঙ্গাইল আউটার স্টেডিয়ামে ফোরটি আপ ব্রাদার্সের আয়োজনে উইন্টার সিজন ফুটবল টুর্নামেন্টের ফিরতি লীগের প্রথম খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলার শুরু থেকে দু’দলই আগোছালো ফুটবল খেলার মাধ্যমে গোল করার চেষ্টা করতে থাকে। দু’দলের আক্রমন পাল্টা আক্রমনগুলো ছিলো বিক্ষিপ্ত। খেলায় বিক্ষিপ্ত আক্রমন থেকে ওয়ান ক্লাবের তুলনায় ফিফটি ক্লাব গোল করার সুযোগ বেশী পেয়েছে। ফিফটি ক্লাবের নির্ভরযোগ্য সৈয়দ বেলাল, পিনাকী দে, হাবিব ও হাসানের ব্যর্থতায় গোলবঞ্চিত হয়। ওয়ান ক্লাবের স্টাইকার বাবু ব্যর্থতায় কোনো অংশে কম নয়। দু’দলে খেলা ড্র হওয়ায় ওয়ান ক্লাবের পয়েন্ট ৩ এবং ফিফটি ক্লাবের পয়েন্ট ২ হয়েছে।

ফিফটি ক্লাবঃ সুজিত কুমার সাহা, পিন্টু,নয়ন মিয়া,বিজয় কর্মকার, বাদল ভূইয়া,খায়রুল,উজ্জল (ব্যাংকার),ডাঃ হাসান।সৈয়দ বেলাল,হাবিব ও ড. পিনাকী দে।

ওয়ান ক্লাবঃ সুব্রত কুমার ধর, লিটন সাহা, পলাশ পাল, গৌর সুন্দও, মুজিবুর, রাতুল সাহেদ, উৎপল কর্মকার, এ্যাডভোকেট বাবু, দুলাল ও মোতালেব। রেফারীঃ সুলতান মাহমুদ। পরবর্তী খেলাঃ ১১ জানুয়ারী, ২০২৫।

এম.কন্ঠ/ ০৪ জানুয়ারী /এম.টি