কালিহাতীতে ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন
টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ৮ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক শাহাদাত হুসেইন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আশরাফ আলী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান ও সাংবাদিক বৃন্দ।
উদ্বোধনী খেলার ম্যাচ পরিচালনা করেন, ঘাটাইল উপজেলার সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তারিকুল ইসলাম। এসময় সহকারী ম্যাচ পরিচালক ছিলেন, কালিহাতী উপজেলা ক্ষুদ্র সেচ (বিএডিসি) উপ-সহকারী প্রকৌশলী মো. আসিফ ইকবাল, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জহুরুল হক দুলাল, রফিকুল ইসলাম খান ফরিদ, বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ফিজিক্যাল ইন্সট্রাক্টর মো. রেজাউল ইসলাম ও কালিহাতী শাজাহান সিরাজ কলেজের শিক্ষার্থী মো. আঃ আজিজ।
জানা যায়, এ টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী দিনে খেলায় অংশগ্রহণ করেন, বল্লা ইউনিয়ন পরিষদ, ন্যাশনাল ব্যাংক পিএলসি, দুর্গাপুর ইউনিয়ন পরিষদ, কালিহাতী ফায়ার সার্ভিস, পাইকড়া ইউনিয়ন পরিষদ ও বীর বাসিন্দা ইউনিয়ন পরিষদ।
এম.কন্ঠ/ ০১ জানুয়ারী /এম.টি