ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে দুই শিক্ষকের মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত টাঙ্গাইল হাসপাতালে চোর সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা টাঙ্গাইলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন টাঙ্গাইলে সমন্বিত বন্যা সহনশীল কর্মসূচি পর্যায়-৩ এর উদ্বোধন বাসাইলে গরিব-অসহায় ও শীতার্তদের মাঝে পৌরসভার উদ্যোগে কম্বল বিতরণ টাঙ্গাইলে ৩দিন ব্যাপী লোকজ সাংস্কৃতিক ও পিঠা উৎসব শুরু টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ঘাটাইলে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫টি ট্রাক জব্দ কালিহাতী পৌরসভায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা কালিহাতীতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সরকার গঠন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না…বেনজীর আহমেদ টিটো

তারেক আহমেদ
প্রকাশ: ১২:৫০:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪

বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো বলেছেন, ‘আমরা এখনো রাজপথ ছেড়ে যাইনি। সম্পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এবং একটি ভোটের মাধ্যমে এদেশে সরকার গঠন না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাব না।

বেনজীর আহমেদ টিটো বলেন, এখনো সম্পূর্ণভাবে গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি। কারণ, গণতন্ত্র সেদিনই পূর্ণতা লাভ করবে যেদিন এদেশের জনগণের ভোটের মাধ্যমে তাদের পছন্দের সরকারকে নির্বাচিত করতে পারবে। একটি নির্বাচিত সরকার যেদিন ক্ষমতায় বসবে সেদিনই এদেশের গণতান্ত্রিক আন্দোলনের পরিপূর্ণতা পাবে।

শনিবার বিকালে কালিহাতীর গোপালদীঘি হাইস্কুল মাঠে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত প্রতিশ্রুতির ৩১ দফা বাস্তবায়ন লক্ষ্যে পাইকড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বেনজীর আহমেদ টিটো এসব কথা বলেন।

বেনজীর আহমেদ টিটো আর বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি সেটা একটাই লক্ষ্য, তা হলো দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা এবং দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। দীর্ঘদিনের আন্দোলনের ফসল এটি।

জনসভায় পাইকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা তাইবুর রহমান তোতার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায়, প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।

বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা।

আরও বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক, উপজেলা বিএনপির সহ-সভাপতি মজনু মিয়া, আব্দুল বারেক, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা ও ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, এলেঙ্গা পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন,পাইকড়া ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলাম, জালাল উদ্দিন প্রমুখ।

 

এম.কন্ঠ/ ০৭ ডিসেম্বর /এম.টি

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন

সরকার গঠন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না…বেনজীর আহমেদ টিটো

প্রকাশ: ১২:৫০:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪

বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো বলেছেন, ‘আমরা এখনো রাজপথ ছেড়ে যাইনি। সম্পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এবং একটি ভোটের মাধ্যমে এদেশে সরকার গঠন না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাব না।

বেনজীর আহমেদ টিটো বলেন, এখনো সম্পূর্ণভাবে গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি। কারণ, গণতন্ত্র সেদিনই পূর্ণতা লাভ করবে যেদিন এদেশের জনগণের ভোটের মাধ্যমে তাদের পছন্দের সরকারকে নির্বাচিত করতে পারবে। একটি নির্বাচিত সরকার যেদিন ক্ষমতায় বসবে সেদিনই এদেশের গণতান্ত্রিক আন্দোলনের পরিপূর্ণতা পাবে।

শনিবার বিকালে কালিহাতীর গোপালদীঘি হাইস্কুল মাঠে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত প্রতিশ্রুতির ৩১ দফা বাস্তবায়ন লক্ষ্যে পাইকড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বেনজীর আহমেদ টিটো এসব কথা বলেন।

বেনজীর আহমেদ টিটো আর বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি সেটা একটাই লক্ষ্য, তা হলো দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা এবং দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। দীর্ঘদিনের আন্দোলনের ফসল এটি।

জনসভায় পাইকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা তাইবুর রহমান তোতার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায়, প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।

বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা।

আরও বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক, উপজেলা বিএনপির সহ-সভাপতি মজনু মিয়া, আব্দুল বারেক, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা ও ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, এলেঙ্গা পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন,পাইকড়া ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলাম, জালাল উদ্দিন প্রমুখ।

 

এম.কন্ঠ/ ০৭ ডিসেম্বর /এম.টি