ঘাটাইলে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কার লুট
টাঙ্গাইলের ঘাটাইলে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। মুখোশধারী ডাকাতরা গৃহকর্তাসহ বাড়ির সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার সহ অন্যান্য মালামাল লুট হওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার ভোর রাতে উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের বেইলা গ্রামের আবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম ওরফে বিদ্যুতের বাড়িতে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, ভোর রাতে ১০/১২ জন মুখোশধারী একটি দল ডাকাত রফিকুল ইসলামের বাড়িতে ঢুকে। পরে তারা সু-পরিকল্পিতভাবে ওই পরিবারের সদস্যদের একটি রুমে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে একটি রুমে আটকে রাখে। এ সময় ঘরের ভেতরে থাকা আসবাব পত্র ভেঙ্গে তছনছ করে। পরে তাদের ঘরে থাকা নগদ ৩ লক্ষ টাকা, ১৫ ভরি স্বর্ণ ও ৬০ ভরি পুরনো রূপার পয়সা,মুল্যবান দলিলসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ওই এলাকার জনমনে আতঙ্ক বিরাজ করছে। উপজেলার লক্ষিন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান বলেন, গতকাল রাতে হক সাবের ছেলের বাড়িতে একদল ডাকাত হানা দিয়ে নগদ টাকা,স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি দা উদ্ধার করেছে পুলিশ।
ঘাটাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, এ রকম তথ্য আমরা পেয়েছি। বিষয়টি আমরা তদন্ত করছি। এ ব্যাপারে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবো ।
এম.কন্ঠ/ ২৪ নভেম্বর /এম.টি