সর্বশেষ
কালিহাতিতে মাংস প্রক্রিয়াজাতকারীদের প্রশিক্ষণ
টাঙ্গাইলে কালিহাতি উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে সোমবার দিনব্যাপী মাংস প্রক্রিয়াজাতকারীদের “নিরাপদ ঝুঁকিমুক্ত মাংস উৎপাদন” শীর্ষক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।
কালিহাতি উপজেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান।
কালিহাতি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাইম আল সালাউদ্দিন এর সভাপতিত্বে বিভিন্ন বিষয়ের ওপর আলোচনায় অংশ নেয় জেলা ট্রেনিং অফিসার ডা. মো. শহীদুল আলম ও জেলা ভেটেরিনারি হাসপাতালের অফিসার ডা.রৌশনী আকতার। প্রশিক্ষণে ৩০ জন মাংস প্রক্রিয়াজাতকারী অংশ নেয়।
এম.কন্ঠ/ ১৮ নভেম্বর /এম.টি