সর্বশেষ
ভাসানীর মৃত্যু বার্ষিকীতে আব্দুস সালাম পিন্টু মুক্তি পরিষদের উদ্যোগে ফুলেল শ্রদ্ধা
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মো. আব্দুস সালাম পিন্টু মুক্তি পরিষদের উদ্যোগে ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে।
রোববার সকালে সন্তোষে মো. আব্দুস সালাম পিন্টু মুক্তি পরিষদের উদ্যোগে র্যালি নিয়ে ভাসানীর মাজারে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে ভাসানীর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মো. আব্দুস সালাম পিন্টু মুক্তি পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট চিত্ত রঞ্জন দাস নুপুর, সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহজাহান কবির, যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন, অ্যাডভোকেট ওমারাওর খান দিপু, অ্যাডভোকেট এমদাদুল হক খান কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এম.কন্ঠ/ ১৭ নভেম্বর /এম.টি