সর্বশেষ
মানব সেবায় বিশেষ অবদানের জন্য ব্লাড ফাউন্ডেশনকে পুরস্কৃত করলো প্রশাসন
মানব সেবায় বিশেষ অবদানের জন্য টাঙ্গাইলের কালিহাতী ব্লাড ফাউন্ডেশনকে পুরস্কার হিসেবে শুভেচ্ছা ও স্বীকৃতি স্বারক প্রদান করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন।
রোববার (৬ অক্টোবর) সকালে তার কার্যালয় থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্লাড ফাউন্ডেশনের সদস্যদের হাতে এ স্বারক তুলে দেন ইউএনও।
জানা যায়, প্রায় ৩ বছর ধরে কালিহাতী ব্লাড ফাউন্ডেশন মানব সেবায় বিশেষ অবদানের অংশ হিসেবে বিনামূল্যে সেচ্ছায় রক্ত প্রদান করে আসছে যা বর্তমানে মোট ১৫০০ ব্যাগ রক্তে পরিনত হয়েছে।
এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন জানান, মানবসেবামুলক কাজকে উৎসাহিত করতে উপজেলা প্রশাসন এই উদ্যোগ নিয়েছে।
এম.কন্ঠ/ ০৬ অক্টোবর /এম.টি