ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার বাপ-দাদার স্বপ্নপূরণ, ডা. নাজমুল গরীব মানুষের সেবা করতে চান কালিহাতীর ঝিনাই নদীতে দুই নৌকা সংঘর্ষে নিহত এক ভূঞাপুরের গাবসারায় বাৎসরিক ওরশ শরিফ ঘাটাইলে পূজামন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক কালিহাতীতে অটোরিক্সাকে বাসের ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩ টাঙ্গাইলে শত কোটি টাকা নিয়ে পালিয়েছে আ’লীগ নেতা বড়মনি, সমিতির নির্বাচন চায় মালিকপক্ষ বাসাইলে সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্পেইন, ১২শ’ রোগী পেল ঔষধ ও চিকিৎসাসেবা দেলদুয়ারে মাদক সেবনে বাঁধা দেয়ায় স্কুলের নৈশ প্রহরীকে মারধর, ভাঙচুর টাঙ্গাইলে বাস মালিক সমিতির অবৈধ দখল, চাঁদাবাজি,পরিবহণ সেক্টরকে দলীয় করণের প্রতিবাদ

ভুঞাপু‌রে দুই যাত্রীবা‌হি বা‌সের প্রতি‌যো‌গিতায় নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে বসত ঘ‌রে, পথচারীর মৃত্যু

ভুঞাপু‌র প্রতিনিধি :
প্রকাশ: ১২:৫৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪

টাঙ্গাইলের ভুঞাপু‌রে একই দি‌কে যাওয়া দুইটি বা‌সের প্রতি‌যো‌গিতা করার সময় নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে এক‌টি বাস বসত ঘ‌রের উপর প‌ড়ে যায়। এতে এক পথচারী বৃ‌দ্ধের মৃত‌্যু হ‌য়ে‌ছে। আহত হ‌য়ে‌ছে প্রায় ১০জন।

নিহত বৃদ্ধ আব্দুল হা‌লিম (৫৫) কু‌ঠিবয়ড়া গ্রা‌মের বা‌সিন্দা। তি‌নি কু‌ঠিবয়ড়া বাজার মো‌ড়ে ম‌নোহ‌রি দোকানদার।

বুধবার (২৫ সে‌প্টেম্বর) সকাল সা‌ড়ে ৮টার দি‌কে টাঙ্গাইল-তারাকা‌ন্দি আঞ্চ‌লিক মহাসড়‌কের উপ‌জেলার কু‌ঠিবয়ড়া বাজার মোড় এলাকায় এই ঘটনা ঘ‌টে।

ঘ‌রের মা‌লিক সোলায়মা‌নের ছে‌লের বউ শার‌মিন আক্তার ব‌লেন, ঘ‌রে ঘু‌মি‌য়ে ছিলাম। এতে মুহু‌র্তেই ব‌্যাপক শব্দ হয়। ভে‌বে‌ছিলাম ঘ‌রের উপর গাছ প‌ড়ে‌ছে। কিন্তু প‌ড়ে দে‌খি ঘ‌রের উপর গা‌ড়ির মাথা। এতে আমি আট‌কে পড়‌লে মান‌ুষজন এসে উদ্ধার ক‌রে। শিশু। সন্তানটা দু‌রে ছিল বিধায় দুর্ঘটনা হ‌তে রক্ষা পে‌য়ে‌ছে। এছাড়া অপর পা‌শের ঘ‌রে আমার শাশু‌ড়ি ছিল ‌সেই ঘ‌রও ভে‌ঙে সে আহত হ‌য়ে‌ছে।

কু‌ঠিবয়ড়া গ্রা‌মের শাহীন জানান, দুর্ঘটনার সময় বৃ‌ষ্টি শুরু হয়। এসময় নিহত হা‌লিম সড়‌কের মো‌ড়ে থাকা ভ‌্যান‌টি প‌লি‌থিন দি‌য়ে ঢে‌কে দেয়ার সময় বাস‌টি তা‌কে চাপা দেয়। ‌এছাড়া বাস‌টি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে ঘ‌রের উপর উঠে যায়। প‌রে স্থানীয়রা বা‌সে থাকা যাত্রী‌দের উদ্ধার ক‌রে। এসময় প্রায় ১০জন আহত হ‌য়ে‌ছে।

প্রত‌্যক্ষদর্শীরা জানান, ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা তারাকা‌ন্দিগামী এসএস ট্রা‌ভেল ও ভাই ভাই প‌রিবহ‌ন না‌মের যাত্রীবা‌হি দুইটি বাস বেপ‌রোয়া গ‌তি‌তে আগে যাওয়ার প্রতি‌যোগিতা ক‌রে। হঠাৎ বাস‌ দু‌টি কু‌ঠিবয়ড়া বাজার মোড় পার হওয়ার সময় এসএস ট্রা‌ভেলস বাস‌টি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়‌কে থাকা পথচারী‌কে চাপা দি‌য়ে বসত ঘ‌রের উপর প‌ড়ে যায়। এতে ঘ‌রে থাকা শাশু‌ড়ি ও ছে‌লের বউ আহত হয়।

ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ক‌রিম ব‌লেন, ঘটনার খবর পে‌য়ে পু‌লিশ পাঠানো হ‌য়ে‌ছে। দুর্ঘটনায় এক বৃ‌দ্ধের মৃত‌্যু হ‌য়েছে। এছাড়া ক‌য়েকজন বা‌সের যাত্রী আহত হ‌য়েছে।

এম.কন্ঠ/ ২৫ সেপ্টেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন

ভুঞাপু‌রে দুই যাত্রীবা‌হি বা‌সের প্রতি‌যো‌গিতায় নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে বসত ঘ‌রে, পথচারীর মৃত্যু

প্রকাশ: ১২:৫৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪

টাঙ্গাইলের ভুঞাপু‌রে একই দি‌কে যাওয়া দুইটি বা‌সের প্রতি‌যো‌গিতা করার সময় নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে এক‌টি বাস বসত ঘ‌রের উপর প‌ড়ে যায়। এতে এক পথচারী বৃ‌দ্ধের মৃত‌্যু হ‌য়ে‌ছে। আহত হ‌য়ে‌ছে প্রায় ১০জন।

নিহত বৃদ্ধ আব্দুল হা‌লিম (৫৫) কু‌ঠিবয়ড়া গ্রা‌মের বা‌সিন্দা। তি‌নি কু‌ঠিবয়ড়া বাজার মো‌ড়ে ম‌নোহ‌রি দোকানদার।

বুধবার (২৫ সে‌প্টেম্বর) সকাল সা‌ড়ে ৮টার দি‌কে টাঙ্গাইল-তারাকা‌ন্দি আঞ্চ‌লিক মহাসড়‌কের উপ‌জেলার কু‌ঠিবয়ড়া বাজার মোড় এলাকায় এই ঘটনা ঘ‌টে।

ঘ‌রের মা‌লিক সোলায়মা‌নের ছে‌লের বউ শার‌মিন আক্তার ব‌লেন, ঘ‌রে ঘু‌মি‌য়ে ছিলাম। এতে মুহু‌র্তেই ব‌্যাপক শব্দ হয়। ভে‌বে‌ছিলাম ঘ‌রের উপর গাছ প‌ড়ে‌ছে। কিন্তু প‌ড়ে দে‌খি ঘ‌রের উপর গা‌ড়ির মাথা। এতে আমি আট‌কে পড়‌লে মান‌ুষজন এসে উদ্ধার ক‌রে। শিশু। সন্তানটা দু‌রে ছিল বিধায় দুর্ঘটনা হ‌তে রক্ষা পে‌য়ে‌ছে। এছাড়া অপর পা‌শের ঘ‌রে আমার শাশু‌ড়ি ছিল ‌সেই ঘ‌রও ভে‌ঙে সে আহত হ‌য়ে‌ছে।

কু‌ঠিবয়ড়া গ্রা‌মের শাহীন জানান, দুর্ঘটনার সময় বৃ‌ষ্টি শুরু হয়। এসময় নিহত হা‌লিম সড়‌কের মো‌ড়ে থাকা ভ‌্যান‌টি প‌লি‌থিন দি‌য়ে ঢে‌কে দেয়ার সময় বাস‌টি তা‌কে চাপা দেয়। ‌এছাড়া বাস‌টি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে ঘ‌রের উপর উঠে যায়। প‌রে স্থানীয়রা বা‌সে থাকা যাত্রী‌দের উদ্ধার ক‌রে। এসময় প্রায় ১০জন আহত হ‌য়ে‌ছে।

প্রত‌্যক্ষদর্শীরা জানান, ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা তারাকা‌ন্দিগামী এসএস ট্রা‌ভেল ও ভাই ভাই প‌রিবহ‌ন না‌মের যাত্রীবা‌হি দুইটি বাস বেপ‌রোয়া গ‌তি‌তে আগে যাওয়ার প্রতি‌যোগিতা ক‌রে। হঠাৎ বাস‌ দু‌টি কু‌ঠিবয়ড়া বাজার মোড় পার হওয়ার সময় এসএস ট্রা‌ভেলস বাস‌টি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়‌কে থাকা পথচারী‌কে চাপা দি‌য়ে বসত ঘ‌রের উপর প‌ড়ে যায়। এতে ঘ‌রে থাকা শাশু‌ড়ি ও ছে‌লের বউ আহত হয়।

ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ক‌রিম ব‌লেন, ঘটনার খবর পে‌য়ে পু‌লিশ পাঠানো হ‌য়ে‌ছে। দুর্ঘটনায় এক বৃ‌দ্ধের মৃত‌্যু হ‌য়েছে। এছাড়া ক‌য়েকজন বা‌সের যাত্রী আহত হ‌য়েছে।

এম.কন্ঠ/ ২৫ সেপ্টেম্বর /এম.টি