সোমবার টাঙ্গাইলে আসছেন জামায়াতে ইসলামের আমীর ডা. শফিকুর রহমান
সোমবার টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যোনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
এ উপলক্ষে সকল প্রস্ততি সম্পন্ন করেছে জেলা জামায়াত। রোববার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির আহসান হাবিব মাসুদ এ জন্য জানান।
জেলা জামায়াতের আমির আহসান হাবিব মাসুদ বলেন, সোমবার বিকেল ৩টার দিকে পৌর উদ্যোনের মুক্ত মঞ্চে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এই সভায় জেলাবাসীকে উপস্থিত থাকার জন্য আহবান জানান তিনি। একই সাথে সকল সাংবাদিকদের মত বিনিময় সভার সংবাদ সংগ্রহ করার অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এম.কন্ঠ/ ১৫ সেপ্টেম্বর /এম.টি