ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার বাপ-দাদার স্বপ্নপূরণ, ডা. নাজমুল গরীব মানুষের সেবা করতে চান কালিহাতীর ঝিনাই নদীতে দুই নৌকা সংঘর্ষে নিহত এক ভূঞাপুরের গাবসারায় বাৎসরিক ওরশ শরিফ ঘাটাইলে পূজামন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক কালিহাতীতে অটোরিক্সাকে বাসের ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩ টাঙ্গাইলে শত কোটি টাকা নিয়ে পালিয়েছে আ’লীগ নেতা বড়মনি, সমিতির নির্বাচন চায় মালিকপক্ষ বাসাইলে সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্পেইন, ১২শ’ রোগী পেল ঔষধ ও চিকিৎসাসেবা দেলদুয়ারে মাদক সেবনে বাঁধা দেয়ায় স্কুলের নৈশ প্রহরীকে মারধর, ভাঙচুর টাঙ্গাইলে বাস মালিক সমিতির অবৈধ দখল, চাঁদাবাজি,পরিবহণ সেক্টরকে দলীয় করণের প্রতিবাদ

কালিহাতীতে অপহরণ মামলায় ৩ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৩:১৭:৫২ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪

টাঙ্গাইলের কালিহাতীতে অপহরণ মামলায় সোমবার দুপুরে তিন যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রোববার রাতে তাদের কালিহাতী ও ঘাটাইল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, কালিহাতীর নগরবাড়ী গ্রামের লাল মিয়ার ছেলে মো. আমিনুল (৩০), পালিমা গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. জুবায়ের হোসেন (২১), মধুপুরের বুচিয়া নাগরবাড়ি গ্রামের ইয়ারহামের ছেলে আব্দুর রহমান রানা (৩০)। সিএনজিতে যাত্রীবেশে থাকা অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা ওই নারীর হাত পা ও মুখ বেধেঁ সিএনজি ঘুরিয়ে পূনরায় ময়মনসিংহ লিংকরোড় হয়ে যুমনা সেতু দিকে নিয়ে যায়। নারী খুন ও জখমের হুমুকি দেখিয়ে তার নিজের কাছে থাকা নগদ ১৩০০ টাকাসহ বিকাশের মাধ্যমে তার বাবা নিকট হতে ৩৫ হাজার টাকা নিয়ে নেয়। পরবর্তীতে বাঘুটিয়া এলাকায় রাস্তার পাশে নারী ভিকটিমকে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় ওই নারী বাদি হয়ে ১৯ আগস্ট কালিহাতী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী আইনে মামলা দায়ের করেন।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক বলেন, অপহরণ মামলার ঘটনাটি ক্লু-লেস এবং চাঞ্চল্যকর হওয়ায় পুলিশ সুপারের নির্দেশনায় দ্রুত মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করার জন্য একটি চৌকস পুলিশ টিম নিরন্তর প্রচেষ্টা চালানো হচ্ছিলো। রোববার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার রহস্য উদঘাটন কওে অপহরণের সাথে জড়িত তিন যুবককে গ্রেপ্তার করা হয়। আসামীদের হেফাজত হতে অত্র মামলার ঘটনায় বিকাশে টাকা নেওয়ার ব্যবহৃত মোবাইল ফোন ও একটি সিএনজি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

তিনি আরও বলেন, আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণ মামলার ঘটনার সাথে জড়িত থাকা বিষয়ে নিজেদের দোষ স্বীকার করে। অপহরণ মামলার ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার করার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এম.কন্ঠ/ ০৯  সেপ্টেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে অপহরণ মামলায় ৩ যুবক গ্রেপ্তার

প্রকাশ: ০৩:১৭:৫২ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪

টাঙ্গাইলের কালিহাতীতে অপহরণ মামলায় সোমবার দুপুরে তিন যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রোববার রাতে তাদের কালিহাতী ও ঘাটাইল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, কালিহাতীর নগরবাড়ী গ্রামের লাল মিয়ার ছেলে মো. আমিনুল (৩০), পালিমা গ্রামের আব্দুল আজিজের ছেলে মো. জুবায়ের হোসেন (২১), মধুপুরের বুচিয়া নাগরবাড়ি গ্রামের ইয়ারহামের ছেলে আব্দুর রহমান রানা (৩০)। সিএনজিতে যাত্রীবেশে থাকা অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা ওই নারীর হাত পা ও মুখ বেধেঁ সিএনজি ঘুরিয়ে পূনরায় ময়মনসিংহ লিংকরোড় হয়ে যুমনা সেতু দিকে নিয়ে যায়। নারী খুন ও জখমের হুমুকি দেখিয়ে তার নিজের কাছে থাকা নগদ ১৩০০ টাকাসহ বিকাশের মাধ্যমে তার বাবা নিকট হতে ৩৫ হাজার টাকা নিয়ে নেয়। পরবর্তীতে বাঘুটিয়া এলাকায় রাস্তার পাশে নারী ভিকটিমকে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় ওই নারী বাদি হয়ে ১৯ আগস্ট কালিহাতী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী আইনে মামলা দায়ের করেন।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক বলেন, অপহরণ মামলার ঘটনাটি ক্লু-লেস এবং চাঞ্চল্যকর হওয়ায় পুলিশ সুপারের নির্দেশনায় দ্রুত মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করার জন্য একটি চৌকস পুলিশ টিম নিরন্তর প্রচেষ্টা চালানো হচ্ছিলো। রোববার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার রহস্য উদঘাটন কওে অপহরণের সাথে জড়িত তিন যুবককে গ্রেপ্তার করা হয়। আসামীদের হেফাজত হতে অত্র মামলার ঘটনায় বিকাশে টাকা নেওয়ার ব্যবহৃত মোবাইল ফোন ও একটি সিএনজি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

তিনি আরও বলেন, আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণ মামলার ঘটনার সাথে জড়িত থাকা বিষয়ে নিজেদের দোষ স্বীকার করে। অপহরণ মামলার ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার করার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এম.কন্ঠ/ ০৯  সেপ্টেম্বর /এম.টি