ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনাসভা ঘাটাইলে পৃথক স্থান থেকে তিন জনের লাশ উদ্ধার গণ অধিকার পরিষদ ৩০০ আসনে প্রার্থী দেবে…শাকিলউজ্জামান টাঙ্গাইলে পরিবহন খাত ছিল বড় মনিরের মুঠোয় আনুহলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ টাঙ্গাইলে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রিবার্ষিক সম্মেলন এলেঙ্গা শামছুল হক মহাবিদ্যালয় কলেজের জমি প্রতারণা করে অধ্যক্ষের যোগসাজশে লিখে নিয়েছেন স্ত্রী মীনা টাঙ্গাইলে কলেজছাত্র হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার টাঙ্গাইলে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে টাঙ্গাইলে বিএনপির সংবাদ সম্মেলনে

ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে টাঙ্গাইলে বিএনপির সংবাদ সম্মেলনে

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:২৯:০৭ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪

টাঙ্গাইলে সংবাদ সম্মেলন করে ষড়যন্ত্র ও বিভিন্ন অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে শহর বিএনপি। বুধবার টাঙ্গাইল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন শহর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইজাজুল হক সবুজ। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বার বার দলীয় নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এছাড়াও দেশে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য নির্দেশনা দিয়েছেন। তার ধারাবাহিকতায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান টাঙ্গাইল জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য বার বার নির্দেশ প্রদান করে যাচ্ছে। একটি কুচক্রি মহল আহমেদ আযমের সম্মান হানি করার জন্য পরিকল্পনা করে বার বার চেষ্টা করে যাচ্ছেন। এটি অত্যান্ত দুঃখজনক, এর তীব্র প্রতিবাদ জানাই।

ইজাজুল হক সবুজ আরও বলেন, মঙ্গলবার রাতে শহরের আদালত পাড়া একটি বাসায় কিছু দুষ্কৃতিকার চাঁদাবাজ ও টাঙ্গাইলকে অস্থিতিশীল করার পরিকল্পনায় একত্রিত হয়েছিলো। বাসার মালিকের সংবাদ পেয়ে আমিসহ নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থলে যাই। সেখানে উপস্থিত চাঁদাবাজ ও দুষ্কৃতিকারীরা আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। বাসার মালিক আমাদের সাথে ভাল ব্যবহার করেন। বাসার মালিক জানান, তিনি বিসিবির সাবেক সভাপতি পাপনের সাথে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। এ জন্যই দুষ্কৃতিকারীরা চাঁদার জন্য এসেছিলেন। দুষ্কৃতিকারীদের মধ্যে অনেকেই বহিঃষ্কৃত নেতা ছিলেন। যাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে সুসম্পর্ক ছিলো।

তিনি বলেন, আমরা চলে আসার পর কিছু ইলেকট্রনিক্স ও ইউটিউবে আহমেদ আযম খানকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার করা হয়। সংবাদ প্রচারের পর আমরা বুঝতে পারি এটা রাজনৈতিক ষড়যন্ত্র। আমরা যে বাসায় গিয়েছিলাম। সেখানে কারো সাথে কোন প্রকার খারাপ আচরণ করা হয়নি। পরে আমরা বুঝতে পারি বাসার মালিক মনা, তিনি পরিকল্পনাকারীদের একজন।

তিনি আরও বলেন, চাঁদাবাজির অভিযোগ এনে মিডিয়া ও ইউটিউবে যে সংবাদ প্রচার করা হয়েছে, সেখানে অভিযুক্ত ব্যক্তি বা বিএনপির কারো বক্তব্য নেয়া হয়নি। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পরবর্তীতে নিউজের ক্ষেত্রে সংশ্লিষ্টদের বক্তব্য নেয়ার আহ্বান জানাচ্ছি।

সংবাদ সম্মেলনের বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামীল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম প্রমুখ। এ সময় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সাবেক যুগ্মসম্পাদক আবুল কাশেম, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, সাবেক প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

এম.কন্ঠ/ ০৪  সেপ্টেম্বর /এম.টি

 

নিউজটি শেয়ার করুন

ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে টাঙ্গাইলে বিএনপির সংবাদ সম্মেলনে

প্রকাশ: ০২:২৯:০৭ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪

টাঙ্গাইলে সংবাদ সম্মেলন করে ষড়যন্ত্র ও বিভিন্ন অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে শহর বিএনপি। বুধবার টাঙ্গাইল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন শহর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইজাজুল হক সবুজ। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বার বার দলীয় নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এছাড়াও দেশে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য নির্দেশনা দিয়েছেন। তার ধারাবাহিকতায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান টাঙ্গাইল জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য বার বার নির্দেশ প্রদান করে যাচ্ছে। একটি কুচক্রি মহল আহমেদ আযমের সম্মান হানি করার জন্য পরিকল্পনা করে বার বার চেষ্টা করে যাচ্ছেন। এটি অত্যান্ত দুঃখজনক, এর তীব্র প্রতিবাদ জানাই।

ইজাজুল হক সবুজ আরও বলেন, মঙ্গলবার রাতে শহরের আদালত পাড়া একটি বাসায় কিছু দুষ্কৃতিকার চাঁদাবাজ ও টাঙ্গাইলকে অস্থিতিশীল করার পরিকল্পনায় একত্রিত হয়েছিলো। বাসার মালিকের সংবাদ পেয়ে আমিসহ নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থলে যাই। সেখানে উপস্থিত চাঁদাবাজ ও দুষ্কৃতিকারীরা আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। বাসার মালিক আমাদের সাথে ভাল ব্যবহার করেন। বাসার মালিক জানান, তিনি বিসিবির সাবেক সভাপতি পাপনের সাথে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। এ জন্যই দুষ্কৃতিকারীরা চাঁদার জন্য এসেছিলেন। দুষ্কৃতিকারীদের মধ্যে অনেকেই বহিঃষ্কৃত নেতা ছিলেন। যাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে সুসম্পর্ক ছিলো।

তিনি বলেন, আমরা চলে আসার পর কিছু ইলেকট্রনিক্স ও ইউটিউবে আহমেদ আযম খানকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার করা হয়। সংবাদ প্রচারের পর আমরা বুঝতে পারি এটা রাজনৈতিক ষড়যন্ত্র। আমরা যে বাসায় গিয়েছিলাম। সেখানে কারো সাথে কোন প্রকার খারাপ আচরণ করা হয়নি। পরে আমরা বুঝতে পারি বাসার মালিক মনা, তিনি পরিকল্পনাকারীদের একজন।

তিনি আরও বলেন, চাঁদাবাজির অভিযোগ এনে মিডিয়া ও ইউটিউবে যে সংবাদ প্রচার করা হয়েছে, সেখানে অভিযুক্ত ব্যক্তি বা বিএনপির কারো বক্তব্য নেয়া হয়নি। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পরবর্তীতে নিউজের ক্ষেত্রে সংশ্লিষ্টদের বক্তব্য নেয়ার আহ্বান জানাচ্ছি।

সংবাদ সম্মেলনের বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামীল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম প্রমুখ। এ সময় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সাবেক যুগ্মসম্পাদক আবুল কাশেম, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, সাবেক প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

এম.কন্ঠ/ ০৪  সেপ্টেম্বর /এম.টি