সর্বশেষ
কালিহাতীতে নব-নির্মিত দুটি কালভার্ট উদ্বোধন
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের পাথালিয়া পশ্চিমপাড়া কালি মন্দির সংলগ্ন খালের উপর ৮৯ লাখ টাকা ব্যয়ে এবং নাগবাড়ী ইউনিয়নের দড়িখরশিলা বস্তি পাড়া খালের উপর ৯১ লাখ টাকা ব্যয়ে নব-নির্মিত ১৫ মিটার দৈর্ঘ্যের দুটি কালভার্ট উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৭ জুলাই) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও কালিহাতী দুর্যোগ ব্যবস্থাপনা শাখার বাস্তবায়নে ওই কালভার্ট দুটির উদ্বোধন করেন ১৩৩ টাঙ্গাইল -৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এ এম সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান দীপুল ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন প্রমুখ।
এম.কন্ঠ/ ২৭ জুলাই /এম.টি


























