ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

কালিহাতী সাব-রেজিস্টারের কার্যালয়ে রাতেও উড়ছিল জাতীয় পতাকা

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৮:৪০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের ভবনে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অনুসারে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম থাকলেও উপজেলা সাব-রেজিস্টারের কার্যালয়ের ভবনে বৃহস্পতিবার (২০ জুন) রাত ৯টা ১৫ মিনিটের দিকে জাতীয় পতাকা উড়তে দেখা যায়। জাতীয় পতাকা অবমাননার এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় সচেতনমহল।

রাতের আঁধারে জাতীয় পতাকা উড়লেও ওই অফিসের কর্মকর্তা-কর্মচারীরা পতাকা নামানোর তাৎক্ষণিক কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।

এঘটনায় কালিহাতী দলীল লেখক সমিতির সাধারণ সম্পাদক মাসুম সরকার জানান,  একটি ফেইসবুক লাইভের মাধ্যমে কালিহাতী সাব-রেজিস্টারের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন অবস্থায় দেখেছি। এটি একটি জাতীয় পতাকা অবমাননার একটি অংশ। এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি।

এবিষয়ে কালিহাতী সাব রেজিস্ট্রার খায়রুল বাশার পাভেল বলেন, বিষয়টি আমি অবগত নই।

উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন জানান, একজন গণমাধ্যম কর্মীর মাধ্যমে গতকালই অবগত হওয়ার পর সাথে সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি। তাঁরা আমাকে এঘটনার আর কখনোই পুনরাবৃত্তি ঘটবে না বলে জানিয়েছেন।

 

এম.কন্ঠ/ ২২ জুন /এম.টি

নিউজটি শেয়ার করুন

কালিহাতী সাব-রেজিস্টারের কার্যালয়ে রাতেও উড়ছিল জাতীয় পতাকা

প্রকাশ: ০৮:৪০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের ভবনে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অনুসারে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম থাকলেও উপজেলা সাব-রেজিস্টারের কার্যালয়ের ভবনে বৃহস্পতিবার (২০ জুন) রাত ৯টা ১৫ মিনিটের দিকে জাতীয় পতাকা উড়তে দেখা যায়। জাতীয় পতাকা অবমাননার এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় সচেতনমহল।

রাতের আঁধারে জাতীয় পতাকা উড়লেও ওই অফিসের কর্মকর্তা-কর্মচারীরা পতাকা নামানোর তাৎক্ষণিক কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।

এঘটনায় কালিহাতী দলীল লেখক সমিতির সাধারণ সম্পাদক মাসুম সরকার জানান,  একটি ফেইসবুক লাইভের মাধ্যমে কালিহাতী সাব-রেজিস্টারের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন অবস্থায় দেখেছি। এটি একটি জাতীয় পতাকা অবমাননার একটি অংশ। এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি।

এবিষয়ে কালিহাতী সাব রেজিস্ট্রার খায়রুল বাশার পাভেল বলেন, বিষয়টি আমি অবগত নই।

উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন জানান, একজন গণমাধ্যম কর্মীর মাধ্যমে গতকালই অবগত হওয়ার পর সাথে সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি। তাঁরা আমাকে এঘটনার আর কখনোই পুনরাবৃত্তি ঘটবে না বলে জানিয়েছেন।

 

এম.কন্ঠ/ ২২ জুন /এম.টি