কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু, আহত ২
টাঙ্গাইলের কালিহাতীতে রেলগেট পারাপার সময়ে নীল সাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আবু তালেব (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় আরোও দুইজন আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৫ টার দিকে এলেঙ্গা ৫৯ নং রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু তালেব, কালিহাতী উপজেলা ছাতিহাটি গ্রামের অমর আলীর ছেলে। আহতরা হলেন, একই গ্রামের সবদুল ফকিরের ছেলে অটোচালক ছালাম (৫০) ও শের আলীর ছেলে ইব্রাহিম (৩০)। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশের ফাঁড়ির এসআই সুনিল চন্দ্র সূত্রধর জানান, সকাল সাড়ে ৫ টার দিকে এলেঙ্গা ৫৯ নং রেলগেট এলাকায় অটোরিকশা রেললাইন পার হচ্ছিলেন তারা।
এ সময় নীল সাগর এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই আবু তালেবের মৃত্যু হয়। এ সময় অটোচালক ছালাম ও ইব্রাহিম নামে দুইজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।
এম.কন্ঠ/ ০৯ জুন /এম.টি