কালিহাতীতে পাট উৎপাদনকারী কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
টাঙ্গাইলের কালিহাতীতে “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের” আওতায় তালিকাভুক্ত পাট উৎপাদনকারী কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ জুন) সকালে উপজেলা পরিষদ হল রুমে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন এবং উপজেলা পাট অধিদপ্তরের আয়োজনে ১৫০ জন পাট চাষীদের নিয়ে ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন।
এসময় উপস্থিত ছিলেন, পাট পরিদর্শক রমেশ সূত্রধর, রায়হান, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান ও মো. ফারুকুজ্জামান, প্রশিক্ষক হিসেবে ছিলেন টাঙ্গাইল বিএডিসি’র উপ-পরিচালক সাইদুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জান্নাতুন নাঈম ও জান্নাতুল ফেরদৌস।
এছাড়াও অফিস সহকারী মো. আব্দুল্লাহ সিদ্দিকীসহ প্রশিক্ষণে অংশগ্রহণকারী পাট উৎপাদনকারী কৃষকগণ উপস্থিত ছিলেন।
এম.কন্ঠ/ ০৩ জুন /এম.টি