গোপালপুরে মেয়েকে হত্যার পর বাবা-মায়ের আত্মহত্যার চেষ্টা
টাঙ্গাইলের গোপালপুরে মেয়েকে হত্যার পর বিষপানে বাবা ও মায়ের আত্মহত্যা চেষ্টার করার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে উপজেলার উত্তর গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে ৷
নিহত ওই এলাকার মাসরুল হোসাইনের মেয়ে ফাউজিয়া শেহতাজ মৃত্তিকা(৫)। আহতরা হলেন, নিহতের বাবা মাসরুল হোসাইন (৩৫) ও নিহতের মা মীরা আফরোজ সাথী (৩০)।
পুলিশ জানায়, মাসরুল হোসাইন টোবাগো কোম্পানীর সেলস ও মার্কেটিং বিভাগে ময়মনসিংহ জেলায় কাজ করতেন৷ গত ২৮ এপ্রিল মাসরুল হোসাইনের কাছ থেকে কোম্পানীর ২ লাখ ২০ হাজার টাকা ছিনতাই হয়। পরবর্তীতে যে টাকা গুলো পরিশোধ করতে পারছিলো না এবং টাকার জন্য টোবাগো কোম্পানী কর্তৃপক্ষ চাপ দিচ্ছিলো৷ এ অবস্থায় তার চাকরিও চলে যায়। সংসার চালানোসহ ছিনতাই হওয়া টাকা ফেরত দেয়া দিয়ে চিন্তিত হয়ে পড়ছিলেন। রোববার রাতে মাসরুল হোসাইন ১২০ পিস ঘুমের ওধুষ ও বিষ কিনে বাড়িতে আসেন। প্রথমে শিশু কন্যাকে বাবা ও মা ঘুমের ওধুষ খাওয়ান। পরে তারা মেয়েকে বালিশ চাপা দিয়ে হত্যা করে৷ পরবর্তীতে মাসরুল হোসাইন ও তার স্ত্রী বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে৷
গোপালপুর থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির বাবা ও মাকে পুলিশ পাহারায় চিকিৎসা দেয়া হচ্ছে।
এম.কন্ঠ/ ২৮ মে /এম.টি