ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে এলজিইডি’র সমন্বয় সভা অনুষ্ঠিত নাগরপুরে ভলিবল ও ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত নাগরপুরে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত ১০ লক্ষ টাকা চাঁদা দাবির মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কারাগারে পার্ক বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে ভাসানীর মৃত্যু বার্ষিকী পালন হাসিনার নির্দেশেই আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছিল…হান্নান মাসউদ পৃথিবীর বুকে আজকে বিচারের ক্ষেত্রে একটি দৃষ্টান্তমূলক রায় হবে-ভিপি নুরুল হক নুর ভাসানীকে অনুসরণ করা মানেই জিয়াউর রহমানকে অনুসরণ করা-শামসুজ্জামান দুদু ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ডাকাত সন্দেহে ছয়জন আটক সেতু’র নাইটকেয়ার কর্মসূচির ষান্মাসিক সমন্বয় সভা

রাত পোহালেই ভোট

কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে গেল ব্যালট বাক্স

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০২:২০:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪

রাত পোহালেই টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচনের ভোট। এ উপলক্ষে সোমবার (২০ মে) দুপুর ১২ টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেয়া হয়। এরপরই উপজেলার ১৩ ইউনিয়ন ও দুটি পৌরসভার ১১৫ টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নিয়ে যান পুলিশ ও আনসারসহ নির্বাচনে দায়িত্ব প্রাপ্তরা।

সংশ্লিষ্টরা জানান, নির্বাচনের দিন মঙ্গলবার ভোরে কেন্দ্রে পাঠানো হবে ব্যালট পেপার। ৬ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কালিহাতী উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

৩জন চেয়ারম্যান প্রার্থী হলেন- কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা (মোটরসাইকেল), কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এএস এম সিদ্দিকী আজাদ সিদ্দিকী (আনারস) ও বাংড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসমত আলী (দোয়াত কলম)।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন হলেন- উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বর্তমান ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান (টিউবওয়েল), বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কালিহাতী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্যাহ সরকার (চশমা), জেলা কৃষক লীগের সহ-সভাপতি জমীর উদ্দিন আমেরী (বই), উপজেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সংবাদ মাহমুদুল হাসান দীপুল (তালা) ও আব্দুল বারেক সরকার (উড়োজাহাজ)।

একই সাথে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী হলেন- উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফাতেমা খাতুন বৃষ্টি (ফুটবল) ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন (প্রজাপতি)।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কালিহাতী উপজেলার ১৩টি ইউনিয়ন ও দুটি পৌরসভার ১১৫টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ উপজেলার মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৫৮ হাজার ৭৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৮১ হাজার ৪৪৫ জন, মহিলা ভোটার সংখ্যা ১ লক্ষ ৭৭ হাজার ৩৪৫ জন ও তৃতীয় লিঙ্গের রয়েছেন ২ জন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইন জানান, ‘সুষ্ঠু ও সুন্দর ভোট গ্রহণের জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোটগ্রহণ হতে শুরু করে ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত ভোট কেন্দ্রের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে। এ ছাড়াও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা ভোটকেন্দ্র পর্যবেক্ষণের জন্য উপস্থিত থাকবেন। কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আশা করছি, কালিহাতী উপজেলাতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ ও গণনা শেষ হবে। আইন-শৃঙ্খলা বাজায় রাখার জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

এম.কন্ঠ/ ২০ মে /এম.টি

নিউজটি শেয়ার করুন

রাত পোহালেই ভোট

কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে গেল ব্যালট বাক্স

প্রকাশ: ০২:২০:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪

রাত পোহালেই টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচনের ভোট। এ উপলক্ষে সোমবার (২০ মে) দুপুর ১২ টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেয়া হয়। এরপরই উপজেলার ১৩ ইউনিয়ন ও দুটি পৌরসভার ১১৫ টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নিয়ে যান পুলিশ ও আনসারসহ নির্বাচনে দায়িত্ব প্রাপ্তরা।

সংশ্লিষ্টরা জানান, নির্বাচনের দিন মঙ্গলবার ভোরে কেন্দ্রে পাঠানো হবে ব্যালট পেপার। ৬ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কালিহাতী উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

৩জন চেয়ারম্যান প্রার্থী হলেন- কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা (মোটরসাইকেল), কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এএস এম সিদ্দিকী আজাদ সিদ্দিকী (আনারস) ও বাংড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসমত আলী (দোয়াত কলম)।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন হলেন- উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বর্তমান ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান (টিউবওয়েল), বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কালিহাতী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্যাহ সরকার (চশমা), জেলা কৃষক লীগের সহ-সভাপতি জমীর উদ্দিন আমেরী (বই), উপজেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সংবাদ মাহমুদুল হাসান দীপুল (তালা) ও আব্দুল বারেক সরকার (উড়োজাহাজ)।

একই সাথে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী হলেন- উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফাতেমা খাতুন বৃষ্টি (ফুটবল) ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন (প্রজাপতি)।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কালিহাতী উপজেলার ১৩টি ইউনিয়ন ও দুটি পৌরসভার ১১৫টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ উপজেলার মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৫৮ হাজার ৭৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৮১ হাজার ৪৪৫ জন, মহিলা ভোটার সংখ্যা ১ লক্ষ ৭৭ হাজার ৩৪৫ জন ও তৃতীয় লিঙ্গের রয়েছেন ২ জন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইন জানান, ‘সুষ্ঠু ও সুন্দর ভোট গ্রহণের জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোটগ্রহণ হতে শুরু করে ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত ভোট কেন্দ্রের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে। এ ছাড়াও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা ভোটকেন্দ্র পর্যবেক্ষণের জন্য উপস্থিত থাকবেন। কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আশা করছি, কালিহাতী উপজেলাতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ ও গণনা শেষ হবে। আইন-শৃঙ্খলা বাজায় রাখার জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

এম.কন্ঠ/ ২০ মে /এম.টি