টাঙ্গাইলে জমজ দুইবোন পেলো জিপিএ ৫
টাঙ্গাইলে এসএসসি পরীক্ষা দেয়া অর্পিতা সাহা অর্পা ও অর্মিতা সাহা অর্না নামের জমজ দুইবোন জিপিএ ৫ পেয়েছে। অর্পিতা ও অর্না দুইজনে একই নম্বর পেয়েছে। তারা প্রত্যেকে ১১২৩ নম্বর করে পেয়েছে। জমজ দুইবোনের এমন সাফল্যে খুশি মা সুষ্মিতা ঘোষ ও বাবা অনুপ কুমার সাহা।
টাঙ্গাইল পৌর শহরের বাসিন্দা অনুপ কুমার সাহার জমজ দুই মেয়ে অর্পিতা সাহা অর্পা ও অর্মিতা সাহা অর্না টাঙ্গাইলের ডেফোডিল ইন্টান্যাশনাল স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তারা এক সাথেই বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়েছে। সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেখা গেছে জমজ দুই বোনের প্রত্যেকে ১১২৩ নম্বর পেয়ে জিপিএ ৫ পেয়েছে।
অর্পিতা সাহা অর্পা ও অর্মিতা সাহা অর্নার বাবা অনুপ কুমার সাহা টাঙ্গাইল ওয়ালটন প্লাজায় সিনিয়র এক্সিকিউটিভ ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।
অর্পিতা ও অর্না জানায়, আমরা জমজ দুইবোন। একই স্কুলে পড়েছি একই সাথে পরীক্ষায় উর্ত্তীণ হয়েছি তাও জিপিএ ৫ পেয়ে। খুবই খুশি লাগছে আমাদের। বাবা মা সবসময় আমাদের ভাল রেজাল্ট করার জন্য অনুপ্রেরণা দিতো। ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা প্রশাসন ক্যাডার হওয়ার ইচ্ছে আছে।
অনুপ কুমার সাহা বলেন, আমার জমজ দুই মেয়েই খুবই মেধাবী। তাদের এই ফলাফলে খুশি আমার পরিবার। দুইটি মেয়ে সামনের দিকে আরো ভাল ফলাফল করবে সেই প্রত্যাশা করি।
এম.কন্ঠ/ ১৩ মে /এম.টি